সম্পাদকীয় : স্বাধীন দেশে সর্বত্র মাদকের ভয়াল থাবায় গ্রাস করছে শিক্ষার্থী, কিশোর-তরুণদের। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলেও তেমন সফলতা মেলেনি। কোবিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ রয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে হাত বাড়ালে মাদক মিলে।
দেখা গেছে, মাদকাসক্ত নিরাময়কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি। ইয়াবায় আসক্তের সংখ্যাই বেশি। মাদক রোধে ব্যবস্থা আরও বেগবান করতে হবে। সবার আগে পরিবারের সদস্যদের সচেতনতাবোধ জাগ্রত করতে হবে। যাতে মাদকের সাথে জড়িয়ে না যায় সেজন্য বিশেষ নজরদারি থাকতে হবে পরিবারের অভিভাবকসহ অন্য সদস্যদেরকেও।