টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সফল চেয়ারম্যান তালুকদার মোঃ শাজাহানের সফলতার কথা”
এ যাবত যে সমস্ত উন্নয়ন করেছেন তা নিয়ে বিশেষ আয়োজন
রাস্তার চিত্র সমূহ
তারাগঞ্জ- গোরাঙ্গী রাস্তা পাকাকরণ, খায়েরপাড়া-হটিপাড়া রাস্তা, সাইটশাইলা রাস্তার কাজ চলমান ও অনেক রাস্তা পাকাকরণ ও মাটির রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।
আনেহলা ইউপির চেয়ারম্যান তালুকদার মোঃ শাজাহান জানান, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ । তারই ধারাবাহিকতায় আনেহলা ইউনিয়নে অবকাঠামো উন্নয়নে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অসমাপ্ত কাজগুলো সম্পন্নের লক্ষ্যে আর একবার ইউপিবাসীর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকব।
![]() |
আনেহলা ইউপি কার্যালয় |
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে চান তিনি। তিনি ইউপিবাসীর ভালোবাসা নিয়ে তাদের মাঝে বাকীটা জীবন কাটিয়ে যেতে চান।
বিনামূল্যে ভাতাকার্ড বিতরণের তথ্য
– যতগুলো পাওয়া হয়েছে সবগুলোই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গ্রাম্য আদালতে মামলা নিষ্পত্তির তথ্য ?
– শতকরা ৮০%.
ইউপিবাসীকে করোণা থেকে স্বাস্থ্য সচেতনতা বজায়রাখতে জাগ্রত করে তোলা?
– হ্যা। সম্প্রতি ব্রাকের উদ্যোগে আমি ও পরিষদ বর্গ নিয়ে
করোণা ভাইরাস থেকে রেহাই পাওয়ার জন্য জনসচেতনতামূলক জরুরি আলোচনা করে সে মোতাবেক ইউপিবাসীর মাঝে সচেতনতা জাগ্রত করে তোলা হবে। পাশাপাশি, নিজেই মাঝে মাঝে ঔষধ স্প্রে করি করোণা থেকে রেহাই পেতে।
যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়ানো ও সাধ্যমত সহযোগিতা প্রদান?
– হ্যা।
কৃষি প্রধান দেশ হিসাবে ইউনিয়নের উৎপাদিত ফসলের পরিমাণ ও ইউনিয়নে কৃষকের সার সংকট ওবীজ সংকট আছে কি না?
– কোনো সংকট নেই।
করোণায় মৃতের সংখ্যা ও বর্তমানে আক্রান্তের সংখ্যা ইউনিয়নে?
– নাই।
মাদকাসক্তের সংখ্যা, মাদক নির্মূলে সচেতনতা ও ভূমিকা ?
– মাদক নির্মূলে কাজ করা হচ্ছে।
ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন?
– স্বাভাবিক।
ভূমি দখল ও নদী থেকে অবৈধভাবে বলু উত্তোলন করে এমণ তথ্য?
– দখলবাজ নির্মূলে কাজ করা হচ্ছে।
ইউনিয়নে শিক্ষা-প্রতিষ্ঠানের সংখ্যা কত?
– শিক্ষা প্রতিষ্ঠান ১৬টি, ।
বর্তমানে লক ডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইউনিয়নের ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে কতটা ক্ষতিহচ্ছে?
– শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে।
ছাত্র-ছাত্রীরা কিভাবে দিন কাটাচ্ছে?
– মোবাইলে ফেসবুক ব্যবহার করে।
দিন মজুরের সংখ্যা কত?
– ৪০ জন।
প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু তালিকা থেকে বাদ পড়েছে এমণ কয়জন?
– নাই
ইউপির বিশিষ্ট ব্যক্তি কয়জন?
– ১০ জনের অধিক
সব চাইতে বেশি ভোট পেয়ে কে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন?
– তালুকদার মোঃ শাজাহান, ৯ হাজার ৭ ভোট।
দলীয় প্রতীকে নির্বাচন হলে ইউপিবাসীর মনোভাব কি?
– মনোভাব ভালো নয়।
নির্যাতিত নারী ও পুরুষের সংখ্যা কত?
– আনুপাতিক হারে কমেছে।
চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে কি কিসমস্যার সম্মুখীন হতে হয়?
– ভূমি দখলবাজ ও মাদকাসক্তদের দ্বারা। কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। ড্রাম ট্রাক ব্যবহার করে মাাাটি সরবরাহ করা হয়। প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।