স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক সততা বহুমুখী সংস্থার নাম করে গ্রহীতাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণ ও জমি ক্রয় করার অভিযোগ !গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ও দেখাও মিলছেনা সংস্থা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সদর উপজেলার  গালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রহমান আসাদ ও স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক   সততা বহুমুখী সংস্থার নাম করে গ্রহীতাদের কাছ থেকে  কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণ ও জমি ক্রয় করার অভিযোগ উঠেছে। এছাড়া, গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ও দেখাও মিলছেনা সংস্থা কর্তৃপক্ষের বলে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন। 
বিশ্বস্তসূত্রে জানা যায়, ওই যুবলীগ নেতা আব্দুর রহমান আসাদ গ্রাহকদের দেয়া জমাকৃত টাকাদিয়ে নিজের নামে জায়গা ক্রয় করেছেন।
আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক প্রামাণিক গ্রাহকদের জমাকৃত টাকা হাতিয়ে নিয়ে নিজ গ্রামের বাড়ি সদুল্যাপুরেবিলাসবহুল ভবন নির্মাণ করেছেন।

জানা যায়, গালা ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের  ওই দুই নেতা প্রায় দেড় শতাধিক গ্রাহকের প্রায় ২কোটি টাকা সংস্থায় গচ্ছিত হিসাবে জমা নেন। ওই হাইব্রিড নেতারা  গালা ইউনিয়নের গ্রহীতাদের বেশি সুযোগ-সুবিধা পাইয়ে দেয়া ও তাদেরকে জমা রাখা টাকার নিরাপদ প্রতিষ্ঠান হিসাবে শতভাগ নিরাপত্তার প্রতিশ্রুতিমুলক ও মুখরোচক কথা শুনিয়ে টাকা হাতিয়ে নেয়।
বর্তমানে গ্রাহকরা তাদের জমানো টাকা নানা প্রয়োজনের তাগিদে চাইতে গেলে দেই-দিচ্ছি করে কালক্ষেপন করেন।অধিকাংশ ভুক্তভোগী গ্রহীতারা জানান, আমাদের কষ্ট অর্জিত টাকা সততা বহুমুখী সংস্থায় জমা রেখে আমাদের টাকা এখন আমরা পাচ্ছি না, আমরা সর্বস্ব হারাতে বসেছি। 
জনৈক গ্রাহক অভিযোগ করেন, আমি তাদের সংস্থায় জমানো টাকা রেখেছি। কিছু দিন আগে চাইতে গিয়েছি,  আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা আমাদের টাকা না দিয়ে আত্মগোপনে থেকে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।টাকাও ফেরত পাচ্ছি না, উল্টো মামলায় আসামী হয়ে হয়রানির শিকার হচ্ছি।
স্থানীয়ভাবে হৈতেষীবর্গরাও এ নিয়ে ভুক্তভোগীদের নানা আহাজারি শুনে দুশ্চিন্তায় ভোগছেন।
কেন গ্রহীতাদের পাওনা টাকা ওই অভিযুক্ত দুই নেতা অর্থাৎ সততা বহুমুখী সংস্থার কর্তৃপক্ষরা ফেরত দিচ্ছে না, এ ব্যাপারে জানতে তাদের মুঠোফোনে ফোন দেওয়া হলে তাদের ফোন সুইচ অফ পাওয়া গেছে। 
বিষয়গুলো গালা ইউনিয়নে বেশ অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে,  তবে ভুক্তভোগীরাঅভিযুক্তদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *