নাগরপুরে চুড়ান্ত হা ডু ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী বাউসাইদ যুব সংঘের উদ্যোগে এক চুড়ান্ত হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে বাউসাইদ যুব সংঘের উদ্যোগে, বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আকর্ষণীয় চুড়ান্ত হা ডু ডু টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুর রহমান শহিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন মাষ্টার চেয়ারম্যান, মামুদনগর ইউনিয়ন পরিষদ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মেম্বার পদ প্রার্থী মো. ছেন্টু মিয়া, মোছা. মহিলা সদস্য প্রার্থী মোছ. জোৎস্না বেগম প্রমুখ।
উক্ত আকর্ষণীয় জুনিয়র (অনুর্ধ ৩৫) বনাম সিনিয়র (অনুর্ধ ৫০) খেলায় পয়েন্ট ৩:৩ হওয়ায় লটারি মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। লটারিতে জুনিয়র টিমকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার হিসেবে ডেক(পাতিল) দেওয়া হয়। খেলায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। খেলায় রেফারি হিসেবে ছিলেন, মো. গিয়াস উদ্দিন।

