
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা।
শুভ সাহাঃ
গত ০৫/১০/২১ তারিখে কালিহাতী উপজেলা পরিষদে শারদীয় দুর্গোৎসব ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী মাটি ও মানুষের জনবান্ধব নেতা ১৩৩ টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি কম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, কালিহাতী পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ গনেশ সাহা, কালিহাতী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পরিতোষ কুমার সেন। এ শারদীয় দুর্গোৎসবের প্রস্ততি মূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবু পবিত্র দাস। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে প্রত্যেক পৌর ও ইউনিয়ন থেকে আগত দর্শনার্থীদের নিয়ম শৃঙ্খলা সম্পর্কিত তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
thank you so much for this impressive internet site me and my household admired this message and brainstorm black hat seo
самоходный штабелер
https://www.shtabeler-elektricheskiy-samokhodnyy.ru/
ножничный подъемник
https://www.nozhnichnyye-podyemniki-dlya-sklada.ru/