শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ
শুভ সাহা,কালিহাতী প্রতিনিধি।
১১/১০/২০২১ইং রোজ সোমবার হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশন,বাগুটিয়া, কালিহাতী এর উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক শ্রীমতী ছবি রানী পাল (আমেরিকা প্রবাসী)। হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ নীহার রঞ্জন দাস এর উপস্থিতিতে, এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সাহা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধু সংঘ পাঠাগারের সভাপতি বাবু বিপ্লব সরকার। আরো উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশনের দাতা সদস্য বাবু পরেশ চন্দ্র ধর, বাবু সমীর কুমার ধর, বাবু নিতাই জোয়ার্দার, বাবু জুরান চন্দ্র ভৌমিক, বাবু অখিল চন্দ্র পাল, বাবু শীতল চন্দ্র ভৌমিক, বাবু সাগর সেন, বাবু কৃষ্ণ পদ ঘোষ, বাবু মন্তোষ পাল, বাবু রাজীব কান্তি পাল। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব গনেশ চন্দ্র সরকার,যুগ্ন সচিব সুনীল পাল, কোষাধ্যক্ষ গৌতম ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কৃষ্ণ সাহা, প্রচার সম্পাদক অজয় বসাক, শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিৎ দাস,ধর্ম বিষয়ক সম্পাদক গোপাল সেন। উপস্থিত ছিলেন কার্যকরী সদস্যগন যথাক্রমে নীতিশ পন্ডিত, গনেশ পাল, নিরঞ্জন দে, সুজিত সাহা,প্রদীপ পন্ডিত,কালী কৃষ্ণ পাল, জয়দেব কর, ডাঃ নির্মল বিশ্বাস,সৌরভ সাহা,অরুপ সাহা, শংকর মজুমদার, সুভাষ ধাম, সুকান্ত পাল, রনজিৎ দত্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পিচুটিয়া স্বর্গীয় মন মোহন সেবাশ্রমে সরকারী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
