শ্রমিকলীগ নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড গুরুতর আহতের অভিভাবক লিখিত অভিযোগ দিলেও নাগরপুর থানা অফিসার কর্মকর্তা কোনো তদন্ত করেনি

ছবি আহত রিয়াজুল


নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিকলীগ নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলায় গুরুতর আহত হয়েছেন প্রকৌশলী (বিএসসি ইঞ্জিনিয়ার) রিয়াজুল করিম (২৯)এর জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে নেয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। সেখানে গত এক সপ্তাহ যাবত চিকিৎসা দেয়া হচ্ছে বলে পরিবার সুত্রে জানা যায়।আহত প্রকৌশলী রিয়াজুলের বাবা মো. আব্দুল মিয়া জানান, আমার ছেলে গত ৮ অক্টোবর শুক্রবার ঘিওরকোল জামে সমজিদে নামাজ পড়তে যায়। ওই মসজিদের দোতালার কাজ গ্রেডবীম ছাড়া করতে দেখে সে। এ সময় আমার ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজুল মসজিদের দোতালার কাজ গ্রেডবীম সহ করার পরামর্শ দেয়। এ নিয়ে মসজিদ কমিটির লোকের সাথে তার কথা কাটাকাটি হয়। এদিন বিকেলে রিয়াজুল আসরের নামাজ পড়ার উদ্যেশে মসজিদের কাছে এলে নাগরপুর শ্রমিক লীগ নেতা আ. ছালামের ভাতিজা জাহিদ সহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় রিয়াজুলকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রিয়াজুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে, নাগরপুর থানায় আব্দুল মিয়া বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ দাখিল করলেও আমলে নিচ্ছেন না থানা পুলিশ।আব্দুল মিয়া আরও জানান, সমাজে আমি একজন শান্তি প্রিয় ও নিরীহ প্রকৃতি হওয়ায় অভিযোগ না নেওয়া ও স্বপরিবারে মৃত্যু হুমকি দিচ্ছে প্রতিপক্ষ।অভিযোগ বিষয়ে নাগরপুর থানায় যোগাযোগ করলে কোন উত্তর পাওয়া নাই।

শেয়ার করুন
One Response
  1. AugustJaxx June 18, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *