নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী ও অধিকাংশ জনগণের জনপ্রিয় প্রার্থী মোঃ আয়নাল হক

লাবু খন্দকারঃ জনপ্রিয় ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আয়নাল হক দলীয় প্রোগ্রাম,  সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীর নৌকা প্রতীকে ব্যাপক পরিশ্রম করে ভোট প্রার্থনা করেছেন বলে স্থানীয় তৃণমূল নেতা-কর্মী জানান। 

ছবি মোঃ আয়নাল হক

ইউপিবাসীর সুখে-দুঃখে,  দিন-রাত পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে তিনি হৃদয়ে স্থান দখল করে নিয়েছেন। এজন্য ইউবাসী মোঃ আয়নাল হককে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে, স্বপ্ন পূরণ করতে তার সমর্থনে রাজপথে নেমেছেন।
মোঃ আয়নাল হক মানুষের দ্বারে দ্বারে তাদের কষ্টের কথা লাঘব করতে নিয়মিত  খোঁজ-খবর রাখছেন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক মোঃ বাবলু জানান, নাগবাড়ী ইউপি আওয়ামী লীগ এর মনোনয়ন যেন মোঃ আয়নাল হক  পায়। তবে ইউপির উন্নয়ন সম্ভব।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ নজরুল, ৯নং আওয়ামীলীগ সভাপতি মোঃ ফজল, ৭নং ওয়ার্ড সভাপতি আবু সাইদ, ২নং সভাপতি মোঃ মজনুসহ একাধিক নেতৃবৃন্দ জানান, মোঃ আয়নাল হকের বিকল্প কেউ নাই। এই ইউপিতে দল থেকে তাকে মনোনয়ন দেয়া মানে নিশ্চিত বিজয়।
মোঃ আয়নাল হক জানান, নাগবাড়ী ইউপিবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনা ও সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী আমাকে দলীয় মনোনয়ন দিলে নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে নিয়ে আমি নাগবাড়ী  ইউবাসীকে প্রকৃত সেবা প্রদান করব। তবে নাগবাড়ী ইউপির অধিকাংশ জনগণ ও বিভিন্ন দলের নেতা-কর্মী জানান, রানা সিদ্দিকী ও মিল্টন সিদ্দিকীর কোনো জনপ্রিয়তা নেই। 

শেয়ার করুন
4 Comments
  1. MalcolmCohen May 8, 2022 Reply
  2. KhalidMohammed May 8, 2022 Reply
  3. Williambah July 1, 2022 Reply
  4. Anthonyalinc July 14, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *