উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন তালামীযের উদ্যোগে মীলাদে মোস্তফা (স.) শীর্ষক সেমিনার সম্পন্ন
রাসূল (সা.)-এর পদাঙ্ক অনুসরণ উভয় জগতে সফলতার চাবিকাঠি ——হোসাইন মোহাম্মদ বাবু
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) জীবনের প্রতিটি মুহূর্ত প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয়। বাল্যকাল থেকে শুরু করে ওফাত পর্যন্ত রাসূল (সা.)-এর জীবনের প্রতিটি দিকই আমাদের জন্য আদর্শ। আমরা সাফল্যের শিখরে পৌঁছার জন্য সফল ব্যক্তিত্বদের অনুসরণ করি, তাঁদের জীবনী পড়ি। নিজে পড়ি, অন্যকেও তা পড়তে এবং অনুসরণ করতে বলি। যাদের সফলতার উদাহরণ টেনে সাফল্যের প্রেরণা গ্রহণ করি, তাদের সফলতা জীবনের পূর্ণাঙ্গ দিকে নয়, বরং কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে তারা সফল। কিন্তু এই সফলতা তাদেরকে আমাদের গোটা জীবনের অনুসরণীয় ব্যক্তিত্ব বানিয়ে দেয়; কিন্তু যিনি সব বয়সে, সব সময়ে অনুসরণীয়, সব দিক থেকেই যিনি সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্বের অধিকারী তিনি হলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। যার শৈশব, কৈশোর, যৌবন-বৃদ্ধকালের প্রতিটি কথা ও কর্ম অনুকরণীয়। যিনি সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব এবং সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা বিষয়টি শতভাগ মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস করলেও তাঁকে অনুসরণ করতে ভুলে যাই।
৩০ অক্টোবর, শনিবার বিকেলে মানিককোনা দাখিল মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মীলাদে মোস্তফা (স.) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিককোনা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শাকুর ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু।
শাখা সভাপতি এনামুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল।
শাখা সহ-সাধারণ সম্পাদক আবু বকর সামীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট (পূর্ব) জেলা সহ-প্রচার সম্পাদক আব্দুল মালিক, সদস্য শাহবাজ আহমদ সুজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা (উত্তর) সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ আব্দুশ শহীদ।
আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহ-সভাপতি মো. শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. এমাদ উদ্দীন, সহ-অফিস সম্পাদক ইকবাল হোসেন শিপলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি ফুয়াদ হাসান ফাহিম, ইমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, এনামুল হক, মাহমুদুল আলম মাহি, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাহি, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান, আব্দুল জলিল রাবেল, অর্থ সম্পাদক বদরুল হোসেন, অফিস সম্পাদক খন্দকার আলী আকবর প্রমুখ।