কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সংযোগ মেরামতকারীর মৃত্যু 

এস্বাবি নিউজঃ  শনিবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের মোড়ে স্থানীয় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার তার টাঙানোর সময় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মোল্লা (৩০) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১১টার দিকে নিহত সবুজ কুষ্টিয়ার স্থানীয় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার তার টাঙানোর জন্য আলাউদ্দিন নগরে আসেন। সেসময় মেরামতের উদ্দেশে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন মোড়ে বিদ্যুতের পোলে ওঠেন।
ওঠার পরই ওই পোলে বেশ কয়েকবার বিকট শব্দ হতে শোনে স্থানীয়রা। এর পরপরই দেখা যায় সবুজ তারের সঙ্গে পেঁচিয়ে পোলে ঝুলে আছে এবং সেখানেই তার মৃত্যু হয়। খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার বসেই এই দুর্ঘটনা ঘটেছে। কুষ্টিয়া ও কুমারখালীর দু’টি ইউনিট এসে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন
3 Comments
  1. TrentonKyree May 7, 2022 Reply
  2. Williambah July 1, 2022 Reply
  3. Anthonyalinc July 12, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *