কালিহাতী কেন্দ্রীয় জয়কালিমন্দির টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পূজা মন্ডপ হিসেবে নির্বাচিত
শুভ সাহাঃ টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনির সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসবের আলোকসজ্জা,প্রতিমাসজ্জা ও নিরাপত্তার জন্য কালিহাতী কেন্দ্রীয় জয়কালিমন্দির, কালিহাতী, টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পূজা মন্ডপ হিসেবে নির্বাচিত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, আলোকিত উজ্জ্বল অতিথী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১৩৩ কালিহাতী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টী ও টাংগাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, আরো উপস্থিত ছিলেন ঘাটাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, টাঙ্গাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, গোপালপুর ও ভূয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাংগাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। উক্ত অনুষ্ঠানে কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের সভাপতি বাবু পরিতোষ সেন শ্রেষ্ঠ পূজা মন্ডপের পুরষ্কার ও প্রশংসাপত্র গ্রহন করেন।