সাংসদ সোহেল হাজারী সম্পর্কিত রিট খারিজ 
সামাজিক যোগাযোগ মাধ্যম মন্তব্যগুলো নির্দেশ দিচ্ছে রিট অপচেষ্টা মদদদাতা কালা বাবু ও ধলা বাবু

লাবু খন্দকারঃটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত হয়েও মোখলেছুর রহমান দলীয় এমপির বিরুদ্ধে কার মদদপুষ্ট হয়ে রিট করল তা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গেরমন্তব্যগুলো পড়লেই অনুধাবন করা যায়।
রিট খারিজ হওয়ার পরই কালা বাবু ও ধলা বাবু সম্বলিত মন্তব্যগুলোই উপজেলা আওয়ামী লীগের পদে থাকা নেতৃবৃন্দের দিকে অঙ্গুলি ইশারা বহন করে ফেসবুক আইডিগুলো।
এতে পদ ছাড়া এলেঙ্গার নেতার ফেসবুক স্ট্যাটাসও স্পষ্ট প্রতিয়মান হয় যে, রিট মদদে তাঁরও সংশ্লিষ্টতা রয়েছে। 
এমনকি দলীয় এমপির বিরুদ্ধে রিট করা মোখলেছুর রহমান দলীয় আচরণবিধি লঙ্ঘন করার কিংবা তাকে এখনো দল থেকে বহিষ্কারাদেশদেওয়া হবে কিনা তা রীতিমতো প্রশ্নের ঢেউ তোলেছে কালিহাতীর সর্বত্র।

বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিট আবেদনকারী সময় নেওয়ায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি।

জানা যায়, নির্বাচনের হলফনামা সম্পর্কিত  মোকলেছুর রহমান মদদদাতাদের নির্দেশে ওই রিট 

করেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তাকে দল থেকে বহিষ্কারের পর ২০১৭ সালে ওই আসনের উপনির্বাচনে হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারী সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো সাংসদ হন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *