টাঙ্গাইলে দেশব্যাপী লালন সঙ্গীত প্রতিযোগিতা ২০২১
কালিহাতি প্রতিনিধিঃ
মহাত্মা লালন সাঁইজির গানের উপর দেশব্যাপী সেরাদশ অনলাইন প্রতিযোগিতা আরম্ভ হবে। কেন্দ্রীয় সাধুসংঘের আয়োজনে মিডিয়া থাকছেন রূপালী ইউটিউব চ্যানেল।
গতকাল রবিবার বিকাল সাড়ে চারটায় সাধুর ধামে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক পরিষদের সভাপতি আল কামাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল রূপালী ইউটিউবে পরিচালক ইকবাল হোসেন।। এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, কেন্দ্রীয় সাধুসংঘের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাঙ্গা সিদ্দিকী, সদস্য সচিব বাদশা মিয়া, সাবেক সভাপতি বাবু হরিমোহন মোহন পাল, সাবেক সম্পাদক রেজাউল করিম তাং, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ ও রাজু আহমেদ, সাধু বিজন, সাধু গোবিন্দ সাধুসংঘ পাঠাগারের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রমুখ।।
পরে লালন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত কমিটি গঠন করা হয়েছে।। লিজু বাউলা কে আহবায়ক,, যুগ্ম আহ্বায়করা হলেন, সিংগার খোকন, পালাশ বাউল, বনস্পতি মজুমদার, লালন সিদ্দিকী, প্রফেসার আখতারুজ্জামান আখতার, প্রফেসার আবু মোহাম্মদ কাওছার, সদস্য সচিব হিসাবে আল কামাল রতন মাষ্টার করে ১১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক গঠন করে।।
সভায় ১ মাসের মধ্যে সারাদেশে প্রচার, অনলাইনে আবেদন, যাচাই বাচাই করে ২০/ ৩০ জনকে সিলেক্ট করা হবে। ওই ব্যাক্তিদের চিঠি দিয়ে জানানো হবে। ফাইনাল “‘সেরা দশ “” বাছাই করবেন দেশ বরেন্দ্র বাউল
thank you so much for this awful website me and my sept loved this content and penetration blackhatseo
штабелер электрический самоходный
https://www.shtabeler-elektricheskiy-samokhodnyy.ru/
ножничный подъемник
https://www.nozhnichnyye-podyemniki-dlya-sklada.ru/
подъемный стол
https://www.gidravlicheskiye-podyemnyye-stoly.ru/