রাঘব বোয়ালদের করটিয়া মাহমুদগঞ্জ হাট ভিটি বাণিজ্য বন্ধ করলেন এমপি ছানোয়ার হোসেন ওউপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী

নিজস্ব প্রতিবেদকঃ করটিয়া মাহমুদগঞ্জহাট ভিটি বাণিজ্য নিয়ন্ত্রণে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও শহরতলীর আওয়ামী নেতৃবৃন্দ যোগসাজশে নিয়ন্ত্রণ করার সত্যতা মিলেছে।
তবে এসব ভিটি বাণিজ্য চলাকালে সরকারি রাজস্ব হারাতে বসেছে সরকার তেমনি প্রকৃত ব্যবসায়ীরা হারাচ্ছে তাদের ভিটি।
জানা যায়, করটিয়ার দানবীর ওয়াজেদ আলী খান পন্নী প্রজাদের উপার্জনমুখী আয় রোজগারও হাটের জায়গাসহ ভিটি প্রদান করেছিলেন।
কিন্তু বর্তমানে অসাধু নেতা ও রাঘববোয়ালদের তোপের মুখে প্রকৃত ব্যবসায়ীরা হারাচ্ছে তাদের দীর্ঘদিনের ভিটি।
এ নিয়ে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ও উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী প্রকৃত ব্যবসায়ীরা যাতে ভিটি পায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী জানান, উপজেলা থেকে ভিটি নিয়ে বাণিজ্য শুরু হয়েছে, স্থানীয় নেতাদের যোগসাজশে এসব হচ্ছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বেশি টাকা দিতেপারছিনা, তাই ভিটি পাব কিনা দুঃশ্চিন্তায় আছি।
এ বিষয়ে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনকে মুঠোফোনেজিজ্ঞেসকালে জানান, ‘সরকারি রাজস্ব যাতে নাহারায়, হাটের জায়গা খালি রেখে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে বিধি অনুযায়ী ভিটি প্রদানের ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারীকে জিজ্ঞেসকালে প্রতিবেদককে জানান, ‘ অবৈধ ভিটি বাণিজ্য বন্ধ করে দিছি।ভিটি হবে দু’তিনশ আর দরখাস্ত পড়েছে চৌদ্দ/পনের হাজার। আমাকে উপজেলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি বলেছি, এই মুহূর্তে আমি এই বিষয়ের পক্ষে নেই। ‘

thank you so much for this awesome internet site me and my phratr loved this self-complacent and insight blackhatseo
thank you so much for this impressive site me and my phratr best-loved this satisfied and insight black hat seo
штабелер самоходный
https://shtabeler-elektricheskiy-samokhodnyy.ru
самоходный ножничный подъемник
https://nozhnichnyye-podyemniki-dlya-sklada.ru
электротележка
https://samokhodnyye-elektricheskiye-telezhki.ru