গোসাই জোয়াইর ভোটের মাঠে ফের শক্তিশালী অবস্থানে মো: হাবিবুর রহমান সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল ঘারিন্দা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মো: হাবিবুর রহমান সাদ্দাম ভোটের মাঠে ফের ব্যাপক জনসমর্নথ ও শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছেন।
গোসাই জোয়াইর গ্রামের মফিজ মন্ডলসহ অধিকাংশ ব্যক্তিবর্গ জানান, ” ইতিপূর্বে সাদ্দাম হোসেন
বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়। সাদ্দাম হোসেন তার ব্যক্তি ইমেজ সুনামের সহিত অক্ষুন্ন
রেখেছে। ঘুষ, দূর্নীতি প্রশ্রয় দেয়নি। এজন্য তার জনপ্রিয়তা ও ভোটের মাঠ ধরে রাখতে পেরেছেন।”
সুত্র জানায়, গোসাই জোয়াইর গ্রামের অধিকাংশ ভোটার সাদ্দাম হোসেনকে যোগ্য বলে জানেন।
জমতে শুরু করেছে নির্বাচন । ভোটার কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়ছে। চায়ের দোকানগুলোতে উৎসবমুখর পরিবেশে আলোচনা চলছে। ভোটের মেরুকরণ সাদ্দামের পক্ষে বলে জানান স্থানীয় একাধিক হৈতেষীবর্গ।
তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ভোটার কর্মী সমর্থকরা সিদ্ধান্তও দ্রুত গ্রহণ করবে। পছন্দের
প্রার্থীকে ভোট দেবে।
সংখ্যাগরিষ্ঠ ভোটার সাদ্দাম হোসেনের পক্ষে অবস্থান নিচ্ছে বলে গোসাই জোয়াইর গ্রামের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ মন্তব্য করেন। তারা জানান, এবারও চমক দেখাবে সাদ্দাম হোসেন।
দেখা গেছে, গোসাই জোয়াইর গ্রামের বৃহৎ শক্তি, জনসমর্থন ও ভোট ব্যাংক সাদ্দামের । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা সাদ্দাম হোসেনকে পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা প্রয়াত ওমর আলী হাজীর পুত্র সাদ্দাম হোসেন এর আগে ইউপি সদস্য নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে। ওয়ার্ড সমর্থনে ফের মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
তারুণ্যের প্রতীক সাদ্দাম হোসেন ওয়ার্ডবাসীর সাথে সৌজন্য -সাক্ষাত ও তাদের সুখে-দু:খে পাশে রয়েছেন।
এবারও ভোটের প্রতিফলন ঘটবে।
এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী মোঃ হাবিবুর রহমান সাদ্দাম
জানান, “ওয়ার্ডবাসীর ভোটে নির্বাচিত হয়ে কাজ করেছি।
ইনশাল্লাহ আগামী দিনেও তাদের পাশে থেকে কাজ করে যাব। তাদের ভালোবাসা ও দোয়া-সমর্থন নিয়ে সঠিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।”