টাঙ্গাইল ৭টি ইউপিতে আনারস, তালগাছ ও মোরগ প্রতীক জনজরীপে এগিয়ে করটিয়া ইউপিতে নৌকা প্রতীক বিজয়ের পূর্বাভাস
লাবু খন্দকারঃ আগামী ২৬শে ডিসেম্বর টাঙ্গাইল ৭টি ইউপির নির্বাচন ঘিরে আনারস, তালগাছ ওমোরগ প্রতীক জনজরীপে এগিয়ে রয়েছেন।
শুধুমাত্র করটিয়া ইউপিতে নৌকা প্রতীক বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে।
টাঙ্গাইলের দাইন্যা, বাঘিল, পোড়াবাড়ি, হুগড়া,মগড়া, গালা, ঘারিন্দা ও করটিয়া ইউপিতে বিভিন্ন চায়ের দোকান ও হাট-বাজারে নানা পেশাজীবি ও সাধারণ ব্যক্তি-বর্গের সাথে আলাপকালে জানা যায়, দাইন্যা ইউপিতে প্রয়াতরফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান এর ছোট ভাই মোঃ লাভলু মিয়া লাবু চেয়ারম্যান এর আনারস প্রতীক ব্যাপক জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
বাঘিল ইউপিতে মোঃ রফিকুল ইসলাম সোহাগ আনারস প্রতীকে জনসমর্থনে এগিয়ে, হুগড়া ইউপিতে নুরে আলম তুহিন মোটরসাইকেল প্রতীক জরিপে এগিয়ে, গালা ইউপিতে মোঃ নজরুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীকে এগিয়ে, মগড়া ইউপিতে এ্যাডভোকেট মোঃ মোতালেব হোসেনের মোটরসাইকেল প্রতীক এগিয়ে, ঘারিন্দা ইউপিতে আবুল হোসেন সরকার আবুর আনারস প্রতীক জনসমর্থনেএগিয়ে রয়েছেন। ৭টি ইউপিতে নৌকা প্রতীক প্রার্থীর কপাল পোড়বে বলে ওই ইউপির সংখ্যাগরিষ্ঠ ভোটারগণ মতামত ব্যক্ত করেন।
তবে করটিয়া ইউপিতে খালেকুজ্জামান মজনু চৌধুরী নৌকা প্রতীকে বিজয়ের পূর্বাভাস অনুভব করছেন বলে ওই ইউপির অধিকাংশ ভোটার মতামত প্রকাশ করেন।
অধিকাংশ ইউপির ভোটার, কর্মী ও সমর্থকরাজেলা নির্বাচন কমিশন এর কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন।
ঘারিন্দা ইউপিতে ৭,৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ মিনা বেগম তালগাছ প্রতীকে জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ রুবেল মিয়া মোরগ প্রতীক ও হাবিবুর রহমান সাদ্দাম তালাপ্রতীকে জমবে ভোটের লড়াই।
৮নং ওয়ার্ডে আনিস এর মোরগ প্রতীক বর্তমান জন জরিপে এগিয়ে রয়েছেন।
জেলা নির্বাচন কমিশন সুত্র জানায়, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।’
thank you so much for this astonishing website me and my phratr best-loved this satisfied and perceptivity blackhatseo
thank you so much for this awful internet site me and my phratr preferent this self-complacent and penetration black hat seo