টাঙ্গাইল গালা ইউনিয়ন সদস্য প্রার্থী রকিবুররহমান খান তন্ময় তালা প্রতীক ভোট জনজরিপে এগিয়ে


লাবু খন্দকারঃ টাঙ্গাইল গালা ইউনিয়ন সদস্য প্রার্থী রকিবুর রহমান খান তন্ময় তালা প্রতীক১নং ওয়ার্ড ভোটের মাঠে জনজরিপে এগিয়ে রয়েছেন। 
জানা যায়, ইতিপূর্বে তন্ময় খান বিপুল ভোটেনির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর অবকাঠামোগতউন্নয়ন করতে সক্ষম হয়েছেন।তারই ধারাবাহিকতায় ওয়ার্ডবাসী ফের (তন্ময় খানকে)  তাকে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে, ওয়ার্ডবাসী সুত্রে জানা যায়,উমর ফারুক এর জনসমর্থন শূন্যের কোঠায়। 
ওয়ার্ডবাসী জানান, এবারও বিপুল ভোটেবিজয়ী হবে তন্ময় খান এর তালা মার্কা।
১নং ওয়ার্ড এর দেলুর ব্রীজ পাড় ও একাধিক দোকানদার ও ব্যক্তিবর্গের সাথে আলাপকালে জানান, উমর ফারুক কয়েক ভোট পাবে, অনেক ভোট পেয়ে নির্বাচিত হবে তন্ময় ভাই এর তালা প্রতীক।
উন্নয়নের কান্ডারী তন্ময় খান এর জনপ্রিয়তাব্যাপক, তার কারণ তিনি ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থাকেন বলে একাধিক ভোটাররা মন্তব্য করেন। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *