টাঙ্গাইল ফুলকি ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী করতে আওয়ামী লীগের ঐক্যজোট জমবে লড়াই আনারস-নৌকার কপাল পোড়বে বাবুলেরমোটরসাইকেল প্রতীক


লাবু খন্দকারঃ আগামী ৫জানুয়ারী ইউপি নির্বাচন ঘিরে ফুলকি ইউপিতে নৌকার প্রার্থীবীরমুক্তিযোদ্ধা করিম তালুকদারকে বিজয়ী করতে আওয়ামী লীগের ঐক্যজোট পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন শেষ নাগাদ লড়াই জমবে সামছুল আলম বিজুর আনারস ও বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদারের নৌকা প্রতীক।
১০টাকা কেজি চাল চুরির অভিযোগ, বদনাম কামিয়েছে জাহিদুল ইসলাম বাবুল চেয়ারম্যান, সাপ্তাহিক লোকধারা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এর আগে। আইসড়া এক গৃহবধূর মামলায় জাহিদুল ইসলাম বাবুল বাদীকে অফার করেছে তুমি কি চাও,  এ মামলা আপস কর।বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম বিজুজানান, ‘আমি ক্ষমতায় থাকাকালীন কোনো অনিয়ম করিনি। যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছিউন্নয়ন করতে। কিন্তু পরবর্তী ৫বছর যিনি দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে গরীবের চাল বিক্রির খবর পত্রিকায় পড়েছি। আমি অনিয়ম দূর করতে ও গরীব-দুঃখীদের মাল হেফাজত ও তাদের হাতে সঠিকভাবে পৌঁছে দিতে প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ জনগণের মনোনীত হয়ে প্রার্থী হয়েছি।’
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদার এর মনোনয়ন থানা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী ও দলের প্রধান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনীত হয়েছে। 
এর আগে তালিকায় প্রথম করে দেয়া হয় বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদার এর নামথানা ও জেলা আওয়ামী এর মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা হয়। 
 সুত্র জানায়, জেলা ছাত্রলীগের সম্মেলন থাকায় ওই  তালিকা কেন্দ্রে পৌছুতে সন্ধ্যা হয়ে যায়। তার আগেই আওয়ামী লীগের আরেক নেতা মনোনয়নপত্র দপ্তর থেকে নিয়ে আসে।
বিষয়টি সন্ধ্যায় জানতে পারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও দায়িত্বপ্রাপ্ত নমিনী কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক ভোলা এম,পি টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী)। তিনি তখন তালিকায় অন্তর্ভুক্ত যিনি প্রথম বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদার এর তালিকাটি  কেন্দ্রে জমা দেন। এমনকি পুর্বের দেয়া তালিকা সম্পর্কে অবগত করান  যে, এ তালিকা আমাদের থানা ওজেলা আওয়ামী লীগের সঠিক তালিকা না।আমাদেরকে না জানিয়ে এটি করা হয়েছে। 
তাৎক্ষণিক কেন্দ্রীয় আওয়ামী লীগ ও দলের প্রধান শেখ হাসিনা পূর্বের মনোনয়নপত্র বাতিল করে, সঠিকভাবে বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদারকে নৌকা প্রতীক মনোনীত করেন।
ফুলকি ইউপিতে প্রথমে গুঞ্জন ছড়ানো হয় মনোনয়ন নিয়ে, এমনকি এই কথাও গুজব ছড়েযে, পরে মনোনয়ন নিল কি দিয়ে। 
এসব মন গড়া, গুজব এখন পরিস্কার বুঝতে পারছে ইউপিবাসী। এর রেশ কিছুটা হলেও কাটতে শুরু হয়েছে। 
ওই প্রার্থী মনোনয়নও প্রত্যাহার করে নিয়েছে।
এ বিষয়ে বাসাইল উপজেলার ও ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীরা জানান, অভিমান ভুলে গিয়ে আশা রাখছি শীঘ্রই নৌকায় ভোট চাইবে সবাই। যে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে,হোক গোপনে কিংবা প্রকাশ্যে, সবাই এখন সচেতন।
অপরদিকে, জাহিদুল ইসলাম বাবুল চেয়ারম্যান জানান, আমি কোনো মহিলার বিষয়ে কিছু জানিনা, চাল বিক্রির ব্যাপারেও জানিনা,তোমরা বড় সাংবাদিক হয়ে গেছো, তোমাদের কাজই মানুষের বদনাম নিয়ে লেখা, আর কিছু চোখে দেখোনা। তিনি আরও জানান, ফেসবুকে মানুষ তোমাদের বদনাম রটানোর ব্যাপারে প্রতি উত্তরে কি রিপ্লেদিয়েছে তাতেও উত্তর পাওয়া যায়।
তার ভাষ্যমতে বোঝা গেল, আমরা দূষিত সাংবাদিক। এও বলল, তুমি আগে থেকেই এরকম। তোমাদের আমি কোনো সাক্ষাৎকার দেবনা।
তবে এই বাবুল চেয়ারম্যান নিয়মিত টাঙ্গাইল থেকে সকালের বার্তা ডটকমের আরেক জেলখাটা সাংবাদিককে দিয়ে নিয়মিত সাক্ষাৎকার প্রদান করে থাকেন, যা আমরা নিয়মিত ফেসবুকে দেখতে পাই।
তবে এর আগে যিনি মনোনয়ন সম্পর্কে আওয়ামী লীগের টিকেট নিয়ে ব্যস্ত ছিলেন তাকে মুঠোফোন কল দিলে দেখা গেল ব্লক লিস্টে নাম্বারটি ফেলে রেখেছেন। এজন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। 
তবে ফুলকি ইউনিয়ন এর জনসাধারণ ভোটের মাঠে  কাকে  বিজয়ী করবে তা নিয়ে চলছে ভোটের হিসাব ও নানা জল্পনা-কল্পনা। 
ইতিপূর্বে জাহিদুল ইসলাম বাবুল বলেছে যশিহাটী আওয়ামী লীগের কোনো ব্যক্তিমনোনয়ন পেলে তিনি প্রার্থী হবেন না।
সম্প্রতি ফুলকি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ ফুলকি দক্ষিণ পাড়া আওয়ামী লীগের নির্বাচনীঅফিস উদ্বোধনকালে বক্তব্যে জানান,বাবুল চেয়ারম্যান এবার প্রার্থী না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রার্থী হয়ে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। 
অধিকাংশ ভোটারদের সাথে আলাপকালে জানান, যেহেতু বি,এন,পি ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এবার বাবুল বি,এন,পির প্রার্থীনন। স্বতন্ত্র প্রার্থী। অতএব, তাদের ধারণা,শেষ নাগাদ আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা করিম তালুকদার এর নৌকা প্রতীক ও সাবেক চেয়ারম্যান সামছুল আলম বিজুর আনারস প্রতীক জমবে ভোটের লড়াই। 

শেয়ার করুন
4 Comments
  1. WestonWatson May 8, 2022 Reply
  2. DavianNicholas May 8, 2022 Reply
  3. Williambah July 1, 2022 Reply
  4. Anthonyalinc July 12, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *