টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর ও কাউন্সিলর নোমান বিনা নোটিশে মুক্তিযোদ্ধার সন্তানের চলাচলের রাস্তা বন্ধ করায় প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি মিলল

উপরে মেয়র সিরাজুল হক আলমগীর ও নিচে প্যানেল মেয়র নোমান এর ছবি

লাবু খন্দকারঃ টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর ও ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর ফেরদৌস  নোমান  বিনা নোটিশে মুক্তিযোদ্ধার সন্তান ও শহরতলী  তালতলা আকুর টাকুর পাড়া প্রবাসী দেওয়ান আল মাহমুদ রুমির স্ত্রী, সন্তানাদির চলাচলের রাস্তায় টিন দিয়ে বেড়া দেয়ায় চলাচল করতে পারছেন না।
প্যানেল মেয়র হয়ে নোমান ক্ষমতার ব্যাপক অপব্যবহার করার অভিযোগ উঠেছে। ইতিপূর্বে তিনি মুরাদ সিদ্দিকীর মনোনীত ব্যক্তি হয়েও রাজনৈতিক গুরুর সাথে বেঈমানী করে সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনের নির্বাচনে প্রকাশ্যে তার গুরুর প্রতীকেরবিরুদ্ধে ভোট প্রার্থনা করেছেন। এজন্য শহরতলীর সবাই তাকে চাইন্দে নোমান নামেই চিনে।
এ ব্যাপারে সদর থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এসে চলাচলেরজন্য এক পাশের টিনের বেড়া সরিয়ে দেয়। সামান্য জায়গা দিয়ে পায়ে হেঁটে চলতে পারলেও আরেক পাশে টিনের বেড়া রয়ে গেছে। ভুক্তভোগী জানায়, রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানা জায়গা বেদখলের পাঁয়তারা চালাচ্ছে মেয়র সিরাজুল হক আলমগীর ও কাউন্সিলরনোমান।
সুত্র জানায়, ওই ভুক্তভোগীর প্রতিবেশী শাহিন  কাউন্সিলর নোমান এর নেতৃত্বে রাস্তা নির্মাণেরনামে অন্যের জায়গা বেদখলের পাঁয়তারা চালাচ্ছে। রাস্তা প্রশস্তের নামে যে প্রক্রিয়া চলছে তাতে শাহীনও কিছু অংশ ছেড়ে দেয়ার কথা তা না করে মুক্তিযোদ্ধার সন্তানের বাসা ও জায়গা দখল করার অপচেষ্টা চালাচ্ছে মেয়র ও কাউন্সিল।
প্রকৃত জায়গার মালিক হয়েও নানা হুমকি ও চাপের মধ্যে দূর্বিসহ জীবন যাপন করছেন এই ভুক্তভোগী পরিবার। ১১বছর যাবতই সহ্য করতে হচ্ছে নানা প্রতিঘাত।এতে শুধুমাত্র পুলিশই সহায়ক ভূমিকা পালন করেছে বলেভিকটিম মতামত ব্যক্ত করেন। 
রাস্তা নির্মাণের নামে তাদের বাসার বাউন্ডারি একাধিকবার ভাঙ্গার অপচেষ্টা ব্যর্থ হয়েছে পুলিশী সোচ্চার ভূমিকায়।
দু’ একবার গ্রেফতারও হয়েছে কাউন্সিলর নোমান এর লোকশাহীন,  তবুও অপচেষ্টা চালাচ্ছে জায়গা বেদখল করার। 

তবে এ ব্যাপারে মেয়র ও কাউন্সিলর এর মুঠোফোনে যোগাযোগকালে কোনো উত্তর পাওয়া যায়নি। 
বিষয়টি নিয়ে ওই ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন  চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন বিধায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। 

শেয়ার করুন
4 Comments
  1. ShepherdRaul May 8, 2022 Reply
  2. Williambah July 1, 2022 Reply
  3. Anthonyalinc July 11, 2022 Reply
  4. JesseMot July 27, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *