অতি সাংবাদিকতায় হাবিবুল্লাহ বাহার ইউপিপ্রার্থীদের বেলকিবাজি দেখাতে ব্যস্ত 

লাবু খন্দকারঃ জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি পরিচয়ধারীবাসাইল ফুলকি ইউপির নেদার গ্রামের হাবিবুল্লাহ বাহার বর্তমান ইউপি নির্বাচনে সদস্য,মহিলা সদস্য ও চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার প্রকাশ এর নামে নানা বেলকিবাজি শুরু করেছে। 
সম্প্রতি, ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী হাবিবউল্লাহ বাহারকে নিয়ে মন্তব্য করেন, হাবিব আমাদের এসে বলে, আমাকে সাক্ষাৎকার দিন। আপনার সাক্ষাৎকারপ্রচার করব।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রার্থী জানান, হাবিব আমাকে তার লোক মারফত আমাকেদেখা করতে বলে। কি যেন বলবে আমি বুঝতে পারছি না। 
তিনি আরও জানান, আমাকে হাবিব লোক মারফত বলেছে, আপনি আমার কাছে শুধু সাক্ষাৎকার দেবেন,  অন্য কারও কাছে নয়।কারণ,  আমি আপনার এলাকার ভোটার।
হাবিব এর ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিজেকে পরিচয় দিয়েছে,জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি। তবে এ বিষয় নিয়ে জাতীয় দৈনিক ডেসটিনি অনলাইন  পত্রিকার দায়িত্বপ্রাপ্ত আকরাম স্যারের মুঠোফোনে যোগাযোগকালে জিজ্ঞেস করা হয়, হাবিবুল্লাহ বাহার দৈনিক ডেসটিনি অনলাইন পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধিকিনা, উত্তরে হাবিবউল্লাহ বাহার সম্পর্কে কোনো উত্তর দেয়নি দৈনিক ডেসটিনি পত্রিকার দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তা।তবে কি ভূয়া পরিচয় বহন করছে হাবিবুল্লাহ বাহার। খুবই দাম্ভিকতা নিয়ে মাঠে সংবাদকর্মী হিসেবে নিজেকে রীতিমতো জাহেরি করলেও এখনো তার লেখা কোনো সংবাদ অদ্যাবধি কোনো পাঠক কোনো পত্রিকায় ছাপা খবর হিসাবে চোখে পড়েনি বলে জানান। 
তাছাড়া, টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের বার্তা পত্রিকার আইডি কার্ড বহন করলেও হাবিব এর সম্পর্কে কালের বার্তারসম্পাদক ছাত্তার উকিলের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি কিছু জানেননা বলে মন্তব্য করেন। 
তাহলে হাবিবউল্লাহ বাহার এর সাংবাদিক পরিচয়ধারীর সঠিক ভিত্তি কোথায়?
শিক্ষানবিস হিসেবে দায় নিচ্ছেন না সম্পাদক এই সাংবাদিক পরিচয়ধারী হাবিবকে নিয়ে, তাহলে গণমাধ্যমের পরিস্থিতি আজ কোথায় পর্যবসিত হচ্ছে।  জাতির বিবেক আজ দিশেহারা। 
সুশীল ব্যক্তিরা মতামত ব্যক্ত করেন, এদের আইনের আওতায় আনা যুক্তিযৌক্তিক নয় কি?
তবে হাবিবুল্লাহ বাহার এর মুঠোফোনে যোগাযোগকালে কোনো উত্তর পাওয়া যায়নি।

ছবি হাবিবউল্লাহ বাহার ও প্রোফাইল এ পরিচয় বহন করেছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *