মধুপুর উপজেলা নির্বাহীকে উপেক্ষা করে চলছেসভার আয়োজন 


নিজস্ব প্রতিবেদকঃ মধুপুর অরণখোলা ইউপিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে চলছে সভার আয়োজন। 
জানা যায়, বিগত তিন দিন যাবত কাকরাইদ পুরাতন বাজার সংলগ্ন জোরালো পদক্ষেপ নিয়ে সভার মাইকিং প্রচারণা ও প্যান্ডেল সাজিয়ে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।  স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রহিম আহমেদ এর নির্দেশক্রমে সরকারি বিধি উপেক্ষা করে চলছে সভার প্রস্তুতি। আজ বিকাল থেকে জমতে শুরু হয়েছে শতাধিক ব্যক্তির অংশগ্রহণ ও প্রস্তুতি।
এ ব্যাপারে গতকাল মধুপুর উপজেলা নির্বাহীকেঅবগত করানো হলে তিনি দায়সারা উত্তরে জানায়, আমি এসব চলতে নিষেধ করেছি।
কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গত ২১জানুয়ারি থেকে আগামী ৬ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মীয়/সামাজিক/রাজনৈতিক প্রোগ্রাম অংশ গ্রহণ শতাধিক বিধি নিষেধ জারি থাকলেও প্রকাশ্যে চলছে কাকরাইদ পুরাতন বাজারে চলছে এই আয়োজন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অরণখোলা ইউপি চেয়ারম্যান মোঃ রহিম এই আয়োজন এর নেতৃত্ব দিচ্ছেন। 
আয়োজন এর লিফলেটে বিশেষ অতিথি হিসেবে মোঃ রহিম আহমেদ এর নাম সংযুক্ত করা হয়েছে। 
এ ব্যাপারে মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু খানের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি এসব বিষয়ে কোনো অনুমতি দেইনি। যারা করে তাদের নিজ দায়িত্বেকরছে। তিনি আরও জানান, আমি সন্ধ্যার পর কোথাও বের হইনা।
মধুপুর সার্কেল এ এসপিকে বিষয়টি অবগতকালে জানান, আমি দেখছি বিষয়টি কি করা যায়। 

বিধি নিষেধ অমান্য করে আয়োজন
শেয়ার করুন
4 Comments
  1. EdwinKenneth May 7, 2022 Reply
  2. Williambah July 1, 2022 Reply
  3. Anthonyalinc July 14, 2022 Reply
  4. Brentdaype August 18, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *