পাকুল্যা মুসলিম সংঘের উদ্যোগে ফুটবললীগ সম্পন্ন
লাবু খন্দকারঃ পাকুল্যা মুসলিম সংঘের উদ্যোগে সম্প্রতি ফুটবল লীগ ২০২১ সম্পন্ন হয়েছে।
বেশ জাঁকজমকপূর্ণ এ খেলায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল ছিলিমপুর ইউনিয়ন এর সফল চেয়ারম্যান মোঃ সাদেক আলী। পাকুল্যা মুসলিম সংঘের নিজস্ব মাঠে এ খেলারআয়োজন করা হয়। চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন চৌহালী উত্তর খাস কাউলিয়া উড়ন্ত বলাকা সংঘ বনাম দেউলী ফুটবল একাডেমি।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল উড়ন্ত ক্লাবকে ট্রফি বড় ফ্রিজ তোলে দেন সভাপতি মোঃ সাদেক আলী। রানারআপ দেউলি ইউনিয়ন একাডেমিকে ট্রফিহিসাবে ছোট ফ্রিজ তোলে দেন পাকুল্যা মুসলিম সংঘের সভাপতি মোঃ সাদেক আলী চেয়ারম্যান।
উৎসবমুখর পরিবেশে ব্যাপক দর্শক খেলাটিউপভোগ করেন।

thank you so much for this awful website me and my class best-loved this content and perceptiveness black hat seo
самоходный штабелер
http://shtabeler-elektricheskiy-samokhodnyy.ru/
ножничный подъемник
https://nozhnichnyye-podyemniki-dlya-sklada.ru
подъемник телескопический
https://podyemniki-machtovyye-teleskopicheskiye.ru