ফুলকি ইউপিতে নব-নির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম বিজু অনিয়ম-দুর্নীতি রুখে উন্নয়ন এর প্রত্যয় ব্যক্ত করলেন 


লাবু খন্দকারঃ টাঙ্গাইল বাসাইল উপজেলার ফুলকী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সামছুল আলম বিজু অনিয়ম-দুর্নীতি রুখে ইউপির অবকাঠামো উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করলেন। তার কার্যালয়ে সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।
উন্নয়ন এর কান্ডারি ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল আলম বিজু ইতিপূর্বে পরিষদ কমপ্লেক্স ভবনে উন্নীতকরণ, একাধিক রাস্তা সংস্কার, অনিয়ম রুখে একটি ডিজিটাল ইউনিয়ন এর ছোঁয়া লাগান।
তার নির্বাচিত প্রথম সময়কাল ঝড়া-ঝীর্ণ ইউনিয়ন ভবন,  চলাচলের অযোগ্য রাস্তাসহ নানাবিধ উন্নয়ন এর ছোঁয়া লাগাতে সক্ষম হন।
তার প্রতিফল হিসাবে ইউপিবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করেন।
তিনি জানান, ‘আমি ইউনিয়ন এর উন্নয়ন করেছি, এজন্য আমাকে ইউপিবাসী ২য় বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেছে। আগামী দিনগুলো সকলকে সাথে নিয়ে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে চাই, যাতে মৃত্যুর পরভালো কাজের প্রতিদান হিসাবে সকলের মাঝে বেঁচে থাকি।’
এ সময় তিনি ইউপিবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তাকে বিপুল ভোটে নির্বাচিতকরার জন্য।
এ সময় ফুলকি ইউপির ৩নং ওয়ার্ড এর নব-নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল আলম বিজুকে বসার জন্য নতুন একটি চেয়ারউপহার দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *