সাবেক এমপি জয় মাঠে 
নমিনেশন সংশয় রয়েছে এমপি জোয়াহেরকে নিয়ে 

তিন বছর অতিবাহিত হলেও সখিপুরবাসীর দৃশ্যমান উন্নয়ন ও সাড়া জাগাতে পারেনি সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম 
লাবু খন্দকারঃ প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান না ফেরার দেশে চলে যাওয়ার মধ্য দিয়ে টাঙ্গাইল-৮ আসন ( বাসাইল-সখিপুর)  শুন্য হয়ে যায়। 
এর পর ওই আসনে আওয়ামী লীগের মনোনীত হয়ে সংসদ সদস্য  নির্বাচিত হন অনুপম শাহজাহান জয়।
সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়
তার মাঠ সরগরম করে রেখেছেন। দলীয় প্রোগ্রামসহ এলাকায় বিচরণ ও মনোনয়ন পেতে তিনি দৌঁড়ঝাপে রয়েছেন।
গত সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে শুরু হয় মনোনয়ন  দৌঁড়ঝাপ।অনুপম শাহজাহান জয় এমপির বিরোদ্ধাচরণ শুরু হয় তখনই মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম। 
মনোনয়ন পেয়ে যান জোয়াহেরুল ইসলাম। 
কিন্তু দীর্ঘ ৩বছর কার্যকাল অতিবাহিত হলেও সখিপুরবাসীর দৃশ্যমান উন্নয়ন ও সাড়া জাগাতে পারেনি সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।সখিপুর বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীবৃন্দ ও সাধারণ ব্যক্তিবর্গের মাঝে তেমন সাড়া জাগাতে পারেনি বলে জানা গেছে। 
সংসদ অধিবেশনে বক্তৃতা প্রদানকালে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে  ‘মাননীয় ম্যাডাম’সম্বোধন করে অন্য সংসদ সদস্যরা যেখানে মাননীয় স্পিকার সম্বোধন করে কথা বলে, সেখানে তিনি বলেন মাননীয় ম্যাডাম।
এ নিয়ে স্পিকার ওই সময়ে জোয়াহেরুল ইসলাম এর উপর অসন্তোষ প্রকাশ করেন। 

সখিপুর, চতলবাইদ, নলুয়া, বহেড়াতৈল, কচুয়া,কাকড়াজানসহ কয়েকটি গ্রাম ঘুরে বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গের সাথে আলাপকালে জানান, এই এমপি কোনো দিন ভালো করে আমাদের মাঝে কথা কইতে আসল না। ৩বছর হয়ে গেল আমাদের কোনো খোঁজ খবর নেয়ার মত সময় তার হাতে হয়নি। আর কবে আসব। আমরা কি উন্নয়ন পাইছি এতদিন হয়েগেলো। শুনছি এমপি নাকি শুধু অসুস্থই থাহে।
আমাগো এমপি শওকত মোমেন শাহজাহানই ভালো ছিল। জয় এমপি তাও খোঁজ খবর নিত।এই এমপিত কোনো খোঁজ খবর রাহে না।
আবার নমিনেশন কারে দিব। সাবেক এমপি জয়রে দিতে পারে।  আবার হুনছি আতাউল মাহমুদও আইতাছে।হুনছি ওই লোকটা ভালো মানুষ। 
সুত্র জানায়, এবারও  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হবেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের,   সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শওকত শিকদার। 
সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ৩বছরে সাড়া জাগাতে পারেনি  এ বিষয় তার  মুঠোফোনজানতে চেয়ে কল দিলে প্রথমবার লাইনটি ব্যস্ত দেখায় ও ২য় বার  তিনি রিসিভ না করে কেটে দেন। এজন্য তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
মনোনয়ন প্রত্যাশী সম্পর্কিত মন্তব্য জানতে চাইলে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় জানান, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ত্যাগী নেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে আমার বাবা প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান বাসাইল-সখিপুরবাসীর সেবা করে গেছে আজীবন। আমি সেই উন্নয়নের ধারা বজায় রাখতে আমার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যেবাসাইল-সখিপুরবাসীর পাশে ছিলাম, আছি ও থাকব। ইনশাল্লাহ আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় নমিনেশন দিবে এটা যেমন বাসাইল-সখিপুরবাসী বিশ্বাস করে, তেমনি আমিও বিশ্বাস করি। কারণ বাসাইল-সখিপুরবাসী আমার আস্থার ঠিকানা। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নমিনেশন নিয়ে আমি আপনাদের সেবক হব। এটা আমার আত্মবিশ্বাস। “

দলীয়  মনোনয়ন প্রত্যাশী সম্পর্কিত তথ্য জানতে চাইলে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ জানান, “পরিবর্তনের প্রত্যয়ে আমি এক দশক এর অধিক কাল ধরে বাসাইল-সখীপুরের মানুষের পাশে আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ একটি ধাবমান বাংলাদেশ । বাংলাদেশ আজ উন্নয়ন এর রোল মডেল। বিগত দিনে যারা বাসাইল-সখীপুর কে প্রতিনিধিত্ব করেছে বা করছে তারা কিন্তু কাঙ্খিত উন্নয়ন এর ছোঁয়া বাসাইল -সখীপুরের জনগনের কাছে  শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছাতে পারেনি। এটাই বাস্তবতা। বঙ্গবন্ধু  কন্যা শেখ হাসিনার ধাবমান বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলাতে হলে আমাদের লাগবে শিক্ষিত ,আধুনিক ,সৎ যোগ্য গনমুখী দূরদর্শী ক্যারেশমেটিক নেতৃত্ব । আমার বাসাইল-সখীপুরের মানুষের মত আমিও শতভাগ আশাবাদী শেখ হাসিনার সেই ধাবমান ট্রেনে বাসাইল-সখীপুরকে আমি টেনে তুলবো আমার মনোনয়ন প্রাপ্তি এবং জনগনের ভোটে তাদের কাঙ্খিত নির্বাচিত জনপ্রতিনিধী হয়েই।”

শেয়ার করুন
4 Comments
  1. DeaconFernando May 7, 2022 Reply
  2. KnoxRemington May 8, 2022 Reply
  3. Williambah July 1, 2022 Reply
  4. Anthonyalinc July 12, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *