টাংগাঈল জেলা মহিলালীগে দীর্ঘ  ৪০ বছর যাবত সভাপতি  একজনই
গঠনতন্ত্র ক্ষুন্ন, পদবঞ্চিত যোগ্য প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলালীগে দীর্ঘ ৪০বছর যাবত সভাপতি হিসাবে মনোয়ারা বেগম অধিষ্ঠিত হয়ে রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠায় এটি সমীচীন নয়, রীতিমতো প্রশ্নবিদ্ধ।
এটি গঠনতন্ত্র ক্ষুন্ন, পদবঞ্চিত যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রকাশ্যে আলোচনা-সমালোচনা-যুক্তিতর্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 আওয়ামী লীগের  গঠনতন্ত্রের অঙ্গীকারে ৫ম নির্দেশনায়  স্পষ্ট উল্লেখ রয়েছে-
৫। একটি গণমুখী, স্বচ্ছ, জবাবদিহিতামূলক দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়িয়া তোলা এবং সুশাসন নিশ্চিত করা।
জেলা মহিলা লীগের একাধিক নেতা-কর্মীরমৌখিক অভিযোগ,  একই ব্যক্তি দীর্ঘ ৪০বছরসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে কি ভূমিকা রাখতে পেরেছে।  স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক দক্ষ সংগঠন ব্যবস্থা গড়ে তুলতে ও সুশাসন নিশ্চিতকল্পেসমঅধিকার ও ব্যক্তি মতামতকে প্রাধান্য দিতেহবে। 
বাক স্বাধীনতা হনন নয়, আধিপত্য বজায় রাখতে বহাল তবিয়তে দীর্ঘ ৪০বছর যাবত মনোয়ারা বেগম জেলা মহিলা লীগের সভাপতি রয়েই গেছে। যা রীতিমতো অবাক করে দেয় জেলা মহিলা লীগের ত্যাগী নেতা-কর্মীদের। সে মনে করে ওটা তার পারিবারিক দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *