কালিহাতিতে পল্লীবন্ধু এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
কালিহাতী  প্রতিনিধি
নয় বছরের সফল রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য  মর্যাদায়  নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
গতকাল রবিবার সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের পূর্বগেটের সামনে সরকার টাওয়ারের নিচতলায় জেলা জাতীয় পার্টি সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জাহিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি ছানোযার হোসেন খোকা, শহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুর রহিম বাদশা, কোকডহরা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক বায়েজিদ খান,উপজেলা মহিলা পার্টি সভানেত্রী সৈয়দা পপি আক্তার, বিলকিস আক্তার, উপজেলা জাতীয় পার্টির সদস্য শাজাহান,  ছাহেরা খানম, সোলাইমান মন্ডল, নাছির খান, প্রমুখ।  এক ঘন্টা মুক্ত আলোচনার স্থান পায় এবং সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান নয় বছরের শাষন আমলে কি কি উন্নয়ন করেছে তা নিয়ে আলোচনা করে বক্তরা। আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও  কেক কাটা হয়। 

শেয়ার করুন
4 Comments
  1. KeithWesley May 7, 2022 Reply
  2. Williambah July 1, 2022 Reply
  3. Anthonyalinc July 14, 2022 Reply
  4. Brentdaype August 18, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *