কক্সবাজার দরিয়া নগর পয়েন্ট ভেসে এসেছে কঙ্কাল
মোঃ ওসমান গণি ইলি: কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে ভেসে এসেছে মানুষের কঙ্কাল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে দরিয়া নগর পয়েন্ট কঙ্কালটি আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল।
তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে তার মৃত্যু হয়েছিল তা এখনও জানা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।