মোঃ মেনহাজ সরকার (ভ্র্যামমান প্রতিনিধি):ঢাকা উত্তরা দক্ষিনখান থানাধীন অবস্থিত মোল্লারটেক কসাইবাড়ি বাজার ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড এবং ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এর পক্ষ থেকে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটিদল আজ দুপুর তিনটায় সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়া খাতুন এর সাথে শ্রমিক কর্মচারীদের দুইমাসে বকেয়া বেতন ও ঈদ বোনাস সর্ম্পকে এক জরুরি আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পযর্ন্ত চলে। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ। উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের বৃহত্তর উত্তরা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন। আরো উপস্থিত থাকেন ইন্টাকো ফ্যাশন লিমিটেডের এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ। আরো উপস্থিত থাকেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেডের এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। বি জি এম এর কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয় ২৭/২৮ মার্চ এর মধ্যে মার্চ মাসের পূর্ণ বেতন পরিশোধ করা হবে এবং২৮/৩০মার্চ এরমধ্যে পবিত্র ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করা হবে। পরবর্তী সিদ্ধান্ত ঈদের পর মাননীয় মন্ত্রী মহোদয় এর সভাপতিত্বে ঈদের পর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশ্বাস প্রদান করেন।

thank you so much for this awful website me and my kin loved this content and insight black hat seo
штабелер самоходный
http://www.shtabeler-elektricheskiy-samokhodnyy.ru/
ножничные подъемники
https://nozhnichnyye-podyemniki-dlya-sklada.ru
гидравлический подъемный стол
https://gidravlicheskiye-podyemnyye-stoly.ru