উত্তরার ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনে বেতনের দাবিতে শ্রমিকদের অনশন পুলিশের রাবার বুলেট নিক্ষেপে আহত শ্রমিকরা হসপিটালে


মেনহাজ সরকারঃ উত্তরার ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনে বেতনের দাবিতে শ্রমিকরা অনশন করছেন। অভিযোগ উঠেছে, ইন্ট্রাকো ডিজাইন ও  ফ্যাশন কর্তৃপক্ষ অনশনরত শ্রমিকদের দাবি না মেনে উল্টো পুলিশী টিয়ারশেল গ্যাস রাবার বুলেট  নিক্ষেপ এর ঘটনায় আহত শ্রমিকরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, দুই মাসের বেতন ও ঈদ বোনাস এর দাবীতে শ্রমিকরা গত ৬দিন ধরে কারখানার ভিতর অবস্থান করছেন। আজ ২৫ এপ্রিল দুপুরে দুই মাসের বেতন ও ঈদ বোনাস এর দাবীতে রাস্তায় মিছিল বের করলে পুলিশ টিয়ারশেল গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতধিক শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে

ছবি রাজধানীর উত্তরায় অনশনরত আহত শ্রমিকদের হসপিটালে নিচ্ছে
রাজধানী উত্তরা বেতনের দাবিতে অনশনরত আহত গার্মেন্টস শ্রমিকদের হসপিটালে নিচ্ছে স্বজনেরা
শেয়ার করুন
4 Comments
  1. EdgarMohammad May 8, 2022 Reply
  2. Williambah July 2, 2022 Reply
  3. Anthonyalinc July 12, 2022 Reply
  4. Brentdaype August 19, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *