কালকিনিতে নারকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমামের মৃত্যু


 মোঃ সবুজ খান কালকিনি মাদারীপুর থেকেঃমাদারীপুর কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন এর মধ্যে চড়ে  নারিকেল গাছ থেকে পড়ে হাফেজ মোঃ রাসেল সরদার(২১) নামে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে কালকিনি  উপজেলার বাঁশগাড়ী    ইউনিয়নে  মধ্যে চড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ইমাম একই এলাকার আউলিয়ার চর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে এবং সে মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির মসজিদের ইমাম। 
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য সকালে ওই ইমাম গাছে উঠেন। এসময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে মারা যায় ইমাম। এ ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদ হোসেন বলেন, নারিকেল গাছ থেকে পড়ে মসজিদের ইমাম হাফেজ মোঃ রাসেল সরদার মারা গেছে।

শেয়ার করুন
5 Comments
  1. CallumJustin May 8, 2022 Reply
  2. AxtonUriel June 16, 2022 Reply
  3. Williambah July 1, 2022 Reply
  4. Anthonyalinc July 12, 2022 Reply
  5. Brentdaype August 17, 2022 Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *