মোঃ সবুজ খান কালকিনি মাদারীপুর থেকে :মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ এর আওতায় চড় ঝাউতলা উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান এর সভাপতিত্বে বুধবার দুপুর ২:০০ ঘটিকার সময় কালকিনি পৌরসভার চড় ঝাউতলা গ্রামের ঝরে পড়া এবং যারা কখনও স্কুলে যায়নি এমন ৩০জন শিক্ষার্থীকে নিয়ে এর শুভ উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপংকর তঞ্চঙ্গ্যা। শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বই বিতরণের মাধ্যমে শিখন কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মেসবাউল হক ও জনাব হুমায়রা লতিফ পাননা,সহ সভাপতি সমাধান সমাজ উন্নয়ন সংস্থা, কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, মোঃ শাহিন মোল্যা নির্বাহী পরিচালক, দেশ ডেভলপমেন্ট সেন্টার, এসএমসি’র সভাপতি জনাব মাঝহারুল ইসলাম সুমন, প্রকল্পের ফোকাল পার্সন জনাব অনাদি কুমার মন্ডল, উপ-ব্যাবস্থাপক (পরিবিক্ষন), প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ শাহজাহান কবির, উপজেলা ম্যানেজার মোঃ হাসিবুল ইসলাম হাসান, প্রকল্পের সুপারভাইজারবৃন্দ, কেন্দ্রের শিক্ষিকা মুন্নি খানম সহ সকল কেন্দের শিক্ষিকাবৃন্দ
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তাঁর বক্তব্যে সরকারের এই উদ্যোগে সকলকে এক সাথে কাজ করার তাগিদ দেন। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে কর্মসূচিটি দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মোঃ হাসিবুল ইসলাম হাসান, উপজেলা প্রোগ্রাম মানেজার, কালকিনি,মাদারীপুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রকাশ, বাস্তবায়ন সহায়ক সংস্থা সমাধান সমাজ উন্নয়ন সংস্থা (এস.এস.ইউ.এস)।
