কালিহাতী মাদক ব্যবসায়ী সজিব সংবাদ প্রকাশের পর বেপরোয়া
নিজস্ব প্রতিবেদকঃ কালিহাতী মাদকব্যবসায়ী সন্তু পুত্র সজিব লাঙ্গলজোড়া, মরাপোড়া, পাটিতাপাড়া স্পটে মাদক বিক্রি করছে তার বাহিনী নিয়ে।
ধ্বংস হচ্ছে যুব সমাজ। এ সংবাদ প্রকাশের পর বেপরোয়া হয়ে উঠেছে সজিব বাহিনী। নানা জনকে সন্দেহ করে তাদের প্রাণনাশ করার অপচেষ্টা চালাচ্ছে বলে একটি মহল এস্বাবি নিউজকে মৌখিকভাবে জানান।
এছাড়া, সন্তর পুত্র ফাঁকা বুলি ছারছে একাধিক ব্যক্তিকে দেখে নেয়ার বলে নির্ভরযোগ্য একটি সুত্র জানায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভয়ংকর মাদকব্যবসায়ী সন্তু কারাগারে আটক থাকলেও সদ্য জামিনে মুক্তি প্রাপ্ত আরেক মাদকব্যবসায়ী বেত জঙ্গলে তার সদস্যদের দিয়ে হিরোইন বিক্রি করছে। এ বিষয়ে সচেতন এলাকাবাসী কানাগোসা করলেও তিনটি ইউনিয়নের মধ্যবর্তী সীমানায় বিধায় উদ্যোগী ভূমিকা কম।তবে আলোচনা থেমে নেই যেমন, তেমন মাদকব্যবসাও চলছে রীতিমতো।
এ ব্যাপারে কালিহাতী থানা অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, ‘ঠিক আছে, তথ্য পেলামপ্রয়োজনীয় ব্যবস্থা নেব।’