নাগবাড়ী ইফতার নামে আওয়ামী লীগের নাটকিয়তা, সংক্ষুব্ধ আ’লীগ নেতাদের ক্ষোভ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল কালিহাতী উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইফতার মাহফিল বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেসামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য প্রকাশ করেন। আর হাইব্রিড নেতাদের এমণ আয়োজনে দায়ী করা হচ্ছে রাজাকার নাতি নাগবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বিপ্লবকে।সংক্ষুব্ধ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিপ্লব চেয়ারম্যান তার সফরসঙ্গীয় একাধিক মামলারআসামি ব্যক্তিদের নিয়ে ইফতার পরিচালনা করেছেন, অযোগ্য দায়িত্ব পেয়ে ত্যাগী আ’লীগনেতাদের ইফতারে না অংশগ্রহণ করিয়ে অবমূল্যায়ন করেছেন।
তারা জানান, স্থানীয় সংসদ সদস্য সোহেল হাজারী এসব হাইব্রিড নেতাদের দিয়ে ত্যাগীনেতা-কর্মীদের দল থেকে বিতাড়িত করছে।
তবে হাইব্রিড নেতা চেয়ারম্যান বিপ্লবকে ফোন দিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।
সংক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা আবদুল মাজিদতোতা ফেসবুক প্রোফাইলে মন্তব্যে বলেন, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের লোকদের বাদ দিয়ে ইফতার ওদোয়া মাহফিলের নামে নাটক করা হইয়াছে।
নাম না প্রকাশে অনিচ্ছুক একাধিক সংক্ষুব্ধ নেতা-কর্মী জানান, আমরা আওয়ামী লীগের কিছু নই। যারা হাইব্রিড তারাই সব।
তবে সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীকে মুঠোফোনে এ ব্যাপারে জিজ্ঞেসকালে তার মুঠোফোন ব্যস্ত পাওয়া গেছে।
সংক্ষুব্ধ একাধিক নেতার অভিযোগ, বিপ্লব চেয়ারম্যান টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নিয়েছেন। উন্নয়ন এর নামে এখন অবৈধভাবে বালু উত্তোলন তার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এছাড়া চেয়ারম্যান হিসাবে অদক্ষতার পরিচয় দিচ্ছে। তার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে একাধিক মামলার আসামি আয়নাল বাহিনীর প্রধান আয়নাল। তার ভয়েইফতার মাহফিলের সংক্ষুব্ধ ও দাওয়াত না পাওয়া বঞ্চিত নেতা-কর্মী কোনো প্রতিবাদকরতে পারেনি।
দলের মধ্যে ফাটল সৃষ্টি করতে অগ্রণী ভূমিকা পালন করছে মুসলিম লীগের নাতি নব্য চেয়ারম্যান বিপ্লব বলে তারা মনে করেন।
নিয়মিত আরো তথ্য নিয়ে লেখা চলবে