মহিষজোড়া পাটিতাপাড়া বেত জঙ্গলে মাদকব্যবসায়ী সন্তুস এর পুত্র সজিব মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ অভিযোগ!


নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি কালিহাতি কেন্দুয়া গ্রামের মাদক ব্যবসায়ী সন্তুস ঘোষ ও সাদ্দাম হোসেন মাদকসহ গ্রেফতার হন।সন্তুষ আটক থাকলেও সাদ্দাম জামিনে মুক্তি পেয়ে সন্তুস পুত্র সজিবকে নিয়ে তিন ইউনিয়নের মধ্যবর্তী সীমানায় বেত জঙ্গলে মাদক বিক্রি অভিযোগ পাওয়া গেছে। 
একাধিক মাদক বিক্রি সদস্য নিয়ে পাটিতাপাড়ামরাপোড়া বাজার বেতের বাগান ব্যবহার করে মাদক সিন্ডিকেট চালাচ্ছে অনায়াসে বলে স্থানীয়রা অভিযোগ করেন।এসব মাদক বিক্রি সদস্য বেতন হিসাবে কাজ করে বলে জানা গেছে। 
পাইকড়া-সহদেবপুর-কোকডহরা এর মাঝখানে মরাপোড়া বাজার, ভোগা খাল ও লাঙ্গলিয়া নদীপাড় বেত জঙ্গল এখন মাদকের আখড়া। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তুস এর পুত্র সজিব ওবউ হিরোইন বিক্রি করছে। যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এ ব্যবসায়ীদের দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

মাদকব্যবসায়ী সন্তুস পুত্র হিরোইন বিক্রেতা সজিব
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *