নিজস্ব প্রতিবেদকঃ ঘাটাইল দেওপাড়া ইউপি নির্বাচনে মহিলা ইউপি সদস্য প্রার্থী হেপিখাতুন জনপ্রিয়তা না থাকা সত্বেও প্রার্থী হওয়ায় ভরাডুবি ঘটেছে।স্থানীয়রা অভিযোগ করেন, হেপি খাতুন ইতিপূর্বে ইউপি সদস্য থাকাকালীন বিভিন্ন ভাতা কার্ডপাইয়ে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিত।সে মামলাবাজ বিধায় তার ভাসুরদের নামে একাধিক মামলা করে, তার কারণে অধিকাংশরাই ভীত সন্ত্রস্ত থাকে। এজন্য নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে কেউ ভোট দেয়নি। তাছাড়া, তার চলাফেরা নিয়ে বিতর্ক রয়েছে।
হেপি খাতুন ঘাটাইলে মামলাবাজ হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে নানা ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করাসহ নানা ধরনের অনিয়মের তথ্য রয়েছে।
তারা জানান, হেপি খাতুন এই এলাকায় প্রতারক ও ভন্ড হিসাবে পরিচিত।