কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অ
মোঃ সবুজ খান কালকিনি মাদারীপুর থেকেঃ মাদারীপুর কালকিনিতে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই শ্লোগানকে বুকে ধারন করে “মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে আগামীকাল রোজ মঙ্গলবার ২৬/০৪/২০২২ তারিখে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান খান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা এবং উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।