শুভ সাহা, কালিহাতী প্রতিনিধিঃ শনিবার (৩০অক্টোবর) সকালে পুলিশিং ডে উপলক্ষে কালিহাতী থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্নাঢ্য শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিহাতী উপজেলা শাখার সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীবৃন্দ।