সমালোচিত লতিফ সিদ্দিকী লাল কার্ড পেয়ে আগেই বিদায় নিয়েছে
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী আওয়ামী লীগের রাজনীতিতে একজন পরীক্ষিত সৈনিক।
কালিহাতীর আওয়ামী রাজনীতিতে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে যিনি আওয়ামী লীগের ত্যাগী
নেতাদের মূল্যায়ন করে তাদের সাথে মিলে মিশে দলীয় কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেন।
তারই জ্বলন্ত প্রমাণ তিনি দিয়েছেন, সম্প্রতি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘যখন আমি (এম,পি সোহেল হাজারী) ও সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু তালুকদার মিলে কাজ করতে যাই,
তখনই শুরু হয় ষড়যন্ত্র। শুরু হয় ষড়যন্ত্র, ঠান্ডু তালুকদার এর বিরুদ্ধে সভাপতি পদে কেউ কেন আসেনা, এটাও তাদের মাথাব্যথা ছিল।’
তার বক্তব্যে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ও নেতা-কর্মীদের মধ্যে সাড়া জাগিয়েছে।
সমালোচিত লতিফ সিদ্দিকী দলীয় বিরুদ্ধাচরণ করায় আগেই দল থেকে লাল কার্ড পেয়ে বিদায় নিলেও তারই দূসররা কালিহাতীতে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার নজির মিলেছে।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এম, পি সোহেল হাজারী ও সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডু তালুকদার উন্নয়ন বাস্তবায়িত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।