
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেনকে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসাবে ও প্রশিক্ষক হিসাবে সরকারি কুমুদিনী কলেজের পক্ষ থেকে আজ রবিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রোভারের কমিশনার মোঃ জামাল হোসেন, সহকারী কমিশনার অধ্যক্ষ মোঃ মিন্জুর রহমান ও আর,এস,এল রেহানা পারভীন।
এছাড়া, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সরকারি কুমুদিনী কলেজের প্রশিক্ষক হিসাবে নিযুক্ত করায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।