নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল হুগড়া ইউনিয়নে একটি প্রকল্পের পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
এছাড়া, ওই রাস্তা নির্মাণ কাজে সরকারি ম্যানুয়াল অনুযায়ী যাচাই পরিমাপে সঠিক পাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান।
জানা যায়, হুগড়া ইউনিয়নে বেগুনটাল বাজার
সংলগ্ন আকরাম এর বাড়ি পশ্চিমপাশের পাকা রাস্তা শুরু হয়ে কাশিনগর ( বেগুনটাল) আছরের বাড়ির সামনে পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান পিচ ঢালাই পরিমাণে
কম দিচ্ছে। কাজ চলমান অথচ রাস্তার দুই পাশে নেই মাটি। এজন্য রাস্তা দিয়ে চলাফেরা করতে দূর্ভোগ পোহাতে হবে।
সুত্র জানায়, রাস্তায় পুরুত্ব পরিমাপে ৯৬ নির্ধারিত থাকলেও করা হয়েছে ৬৫এর কম।
নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তা নির্মাণ।
তবে এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগকালে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।