টাঙ্গাইল ছিলিমপুর ইউপি নির্বাচনে জনজরিপে এগিয়ে সুজায়েত হোসেন মোল্লা

সুজায়েত হোসেন মোল্লা

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন এর নির্বাচন ঘিরে জনজরিপে এগিয়ে রয়েছেন সুজায়েত হোসেন মোল্লা।

অত্র ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ ভোটারদের অভিমত প্রকাশ করে বলেন, ৫জন চেয়ারম্যান প্রার্থী হয়েছে।
বরুহা গ্রাম এলাকায় প্রার্থী ৩জন।
পাকুল্যা, গালুটিয়া এলাকায় প্রার্থী ২জন।
বরুহা এলাকায় ভোটার সংখ্যা ৭হাজার ৯শত ৭৯ ভোট।
আর পাকুল্যা এলাকায় ভোটার সংখ্যা ১০হাজার এর অধিক।
সম্ভাব্য বরুহা এলাকায় বেশি ভোট পাবে সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদল।
আর পাকুল্যা, গালুটিয়া, সুবর্ণতলী এলাকায় বেশি ভোট পাবে সুজায়েত হোসেন মোল্লা।
অতএব, গড়ে বেশি ভোট পড়বে সুজায়েত হোসেন মোল্লার পক্ষে।
এজন্য জনজরিপে এগিয়ে রয়েছে সুজায়েত হোসেন মোল্লা।
সুজায়েত হোসেন মোল্লার জনপ্রিয়তা কেন এত বেশি এ বিষয়ে জানতে চাইলে গালুটিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন(৪০),তারু মন্ডল(৬৫), জয়নাল(৫৮), আ: রাজ্জাক(৪৫), সিরাজুল(৫৪) জানান, ৪বছর যাবত সুজায়েত হোসেন মোল্লা ছিলিমপুর ইউনিয়নের মানুষের সাথে মিশে রয়েছে। সামাজিক, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রোগ্রামে সার্বিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *