বাসাইলে মামা ভাগ্নে মিষ্টির দোকানে পঁচা দই, মিষ্টি বিক্রয়ের অভিযোগ!
বাসাইল টাঙ্গাইল উপজেলার সংবাদ দাতা মোঃ সাইফুল ইসলামঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলা শহরের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি দোকান মামা ভাগ্নে মিষ্টির দোকান। এই জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে প্রতারিত করে যাচ্ছে সাধারণ ক্রেতাদের, অস্বাস্থ্যকর আর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে দই, মিষ্টি, রসগোল্লা, ছানা ও রসমালাই। স্যাঁতস্যাতে পরিবেশে ময়লা কাপড় দিয়ে ঢেকে তৈরি হচ্ছে দই। এই মামা ভাগ্নে মিষ্টির দোকানে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ রং মিশিয়ে তৈরি হচ্ছে দই মিষ্টি রসগোল্লা চমচম ও রসমালাই।
এই অস্বাস্থ্যকর দই, মিষ্টি, রসগোল্লা, চমচম ও রসমালাই খেয়ে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ ক্রেতারা। এমনটা দাবি জানাচ্ছে সাধারণ ক্রেতারা।
এই সম্পর্কে ক্রেতা কে.এম. বিপ্লব বলেন, আমি কিছু দিন আগে মামা ভাগ্নে মিষ্টির দোকানে আমার বন্ধুদের নিয়ে মিষ্টি খাওয়ার জন্য গেলে আমাকে সহ বন্ধুদের পঁচা মিষ্টি দেয়, ঐ মিষ্টি খাওয়ার পরে আমি সহ আমার বন্ধুগন বেশ কিছু দিন অসুস্থ ছিলাম, আমি ভোক্তা আইন অনুযায়ী এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আর এক ক্রেতা সাজেদুল ইসলাম সজিব বলেন, আমি কিছু দিন আগে আমার মায়ের জন্য এক পাতিল দই ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে খাওয়ার সময় দেখি দই নষ্ট, পঁচা ও যা খাওয়ার উপযোগী নয়, পরে মামা ভাগ্নে মিষ্টির দোকানে মালিক রমজান আলী কে বললে ওনি আমার সাথে খারাপ আচরণ করেন। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে করে অন্য আর কোন দোকানদার আমার মত ক্রেতাকে ঠকাতে না পারে।
এ ব্যাপারে অভিযুক্ত দোকানদার রমজান আলী
মুঠোফোনে জানান,’ আমি কোনো পঁচা দই কিংবা মিষ্টি বিক্রি করিনা। ‘