

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে গত ১৮সেপ্টেম্বর পালিত হলো শাহ্ সুফী মাওলানা
আব্দুর রহমান পাগলের ৩৪তম ওরশ।
এক দিনের ওরশে মাজার কমিটি সভাপতি সাজ্জাদ হোসেন লিয়াকতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব আলহাজ্ব আব্দুর রব শামীম(শাহ্ সুফীর বংশধর), পেট্রো বাংলার এমডি আব্দুল মালেক(সুফি অনুসারী), নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: ছিদ্দিকুর রহমান, মোকনা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল
ইসলাম শরিফ, শাহ্ সুফি রহমান পাগল চানের
পান্ডুলিপি লেখক, ভক্ত, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী-পুরুষ, ভক্ত-পাগল উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শাহ্ সুফির জীবন কাহিনী ও বিস্ময়কর কাহিনীমূলক দিক তোলে ধরেন।
তারা জানান, শাহ্ সুফি আব্দুর রহমান ছিলেন আল্লাহ ভক্ত মানুষ। তিনি পাগল সেজে মানুষের মাঝে বিচরণ করতেন। আমাদের সকলকে একজন না একজনকে গুরু মেনে আল্লাহ রাসূলের পথে, সরল পথে চলতে হবে।
ভক্ত-সাধকের সমন্বয় ঘটেছিল ওরশে। বাহারী দোকান আর হাজারো ভক্ত-জনতার অংশগ্রহণে
মেতে উঠেছিল শাহ্ সুফী আব্দুর রহমানের ওরশ।