
সেবন, সরবরাহ, বিক্রি ও মাদক কারবারিদের সহায়তা দানের যত অভিযোগ তার বিরুদ্ধে!
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের স্বীকৃত মাদক সম্রাট রাশেদুল হাসান লাভলুর বিরুদ্ধে মাদক সেবণ, মাদক কারবারিদের সহায়তা দানের অভিযোগ
রয়েছে।
পুলিশ সুত্র জানায়, ইতিপূর্বে তিনি (রাশেদুল হাসান লাভলু) মাদকসহ ও তার ৪জন মাদক বিক্রেতা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাঙ্গাইলের
ঘারিন্দা বাইপাস এলাকা থেকে হাতে-নাতে গ্রেফতার করেছিল।
বল্লা গ্রামের সচেতন মহল ও নানা পেশাজীবি ব্যক্তিবর্গের সাথে সরেজমিনে আলাপকালে জানান, রাশেদুল হাসান লাভলু আওয়ামী লীগের পদবির আড়ালে দীর্ঘদিন যাবত মাদকসেবন, মাদক ব্যবসায়ীদের সহায়তা দিয়ে
আসছে। চোলাই মদ, ইয়াবা, হিরোইন, গাঁজাসহ
মাদকব্যবসায়ীরা লাভলুর বাড়ীতে সাধ্যমত মাছ, মাংস, সব্জি, দুধ ও নগদ টাকা প্রতি সপ্তাহে, মাসে দিয়ে আসে, যাতে তার সহায়তা পাওয়া যায়। আওয়ামীলীগের সাইনবোর্ড লাগিয়ে এই নেতা চালাচ্ছে মাদকব্যবসা, ধ্বংস হচ্ছে যুব সমাজ।
তারা অভিযোগ করেন, পুলিশ এখানকার মাদকব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করলেও লাভলু থানায় ও আদালতে গিয়ে আটককৃত মাদক কারবারিদের হয়ে কাজ করে।
সেইসাথে স্থানীয় মাদককারবারীদের কাছ থেকে
রাশেদুল হাসান লাবলু মাদক বিক্রির একটা অংশ পায় বলে তার সাথে জড়িত থাকা দু’এক
মাদকব্যবসায়ী তথ্য ফাঁস করেন।
তারা জানান, দিনে রাতে তিন টাইমে মাদকসেবন না করলে লাভলুর মাথা ঠিক থাকেনা। তাকে ডাক্তারি পরীক্ষা করানো হলেই
তা রিপোর্টে সত্যতা মিলবে। রাশেদুল হাসান লাবলু নিয়মিত গাঁজা সেবনকারী বলে একাধিক মাদকসেবনকারী ও প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেন।
এ বিষয়ে রাশেদুল হাসান লাবলুর কাছে জানতে চাওয়া হলে মুঠোফোনে সাঁড়া পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, রাতভর গাঁজার দূর্গন্ধে প্রতিবেশী বাড়িতে থাকা দায়, ভুক্তভোগীদের
কোনো প্রতিকার মিলছে না।
এছাড়া, মাদক সিন্ডিকেট দমনের ব্যাপারে ইতিপূর্বে বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকলেও
নানা অপকৌশলে বল্লা, বেহেলাবাড়ী, রামপুর,
কালিহাতীতে মাদকে সয়লাব হচ্ছে।
সচেতন মহল জানান, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ কারীকে কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিণীর সজাগ দৃষ্টি একান্ত জরুরি।