
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রীর ভাই মুশুদ্দি ইউপি চেয়ারম্যান মোঃ আবু কায়সার অন্যের জমি দখল করে বিদ্যালয় নির্মাণ ও ইজারাবিহীণ গরুর হাট বসানোর বিরুদ্ধে ওই গ্রামের জমির মালিক সরোয়ার নাইম টাঙ্গাইল জেলা প্রশাসকের বরাবর গত ১১সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন।
এ আবেদনের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোছা: ফারজানা ইয়াসমিন গত ১০ অক্টোবর ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
অভিযুক্ত চেয়ারম্যান মো: আবু কায়সার এস্বাবি নিউজকে জানান, বিদ্যালয় নির্মাণ করতে হলে
জমি লাগবে। এজন্য জমি নিতে হচ্ছে, জমির মালিককে ম্যানেজ করেই জমি নিচ্ছি।
জমির মালিক সরোয়ার নাইম জানান, আমাদের জমি ও আরও অন্যান্য ব্যক্তির জমি দখল করে তারা এসব করছে ক্ষমতাবলে।
ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘বিধি মোতাবেক আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’