গোপালপুর হতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সম্মেলনে আসা বুদ্ধিপ্রতিবন্ধী   প্রদীপ দাস গুপ্ত আজও বাড়ি ফিরেনি

নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী প্রদীপ দাস

নিজস্ব প্রতিবেদক: গোপালপুর হতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের গত ৭ নভেম্বর সম্মেলনে আসা বুদ্ধিপ্রতিবন্ধী প্রদীপ দাস গুপ্ত আজও বাড়ি ফিরেনি।

পরিবার সুত্র জানায়, নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী  প্রদীপ দাস গুপ্ত গোপালপুর পৌরসভাধীন সুতি দিঘুলি পাড়া গ্রামের মৃত বিশ্বনাথের পুত্র। 

তারা জানান, সম্মেলনের দিন বাড়ীতে থেকে আসা টাঙ্গাইল। তারপর আর বাড়ি ফিরেনি। আমরা টাঙ্গাইলে খোঁজতেছি।

সন্ধানপ্রার্থী নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধীর দাদা ও বোন জানান, সহৃদয়বান ব্যক্তি তাকে ছবি দেখে, সাক্ষাতে চিনতে পারলে নিম্নলিখিত ঠিকানায়

পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হইলো-

01753535755 mobile

গ্রাম-সুতি দিঘুলি পাড়া

গোপালপুর পৌরসভা

টাঙ্গাইল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *