টাঙ্গাইলে পাছ বিক্রমহাটী পদ্মা নীড় বিলাসবহুল বাড়ি অর্থের উৎস কোথায়? চাঞ্চল্যকর তথ্য মাদক কারবারিতে সয়লাব দীপক সরকার পীযূষ -জানালেন পুলিশ সুত্র


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরতলী-উত্তর বঙ্গ
মহাসড়কের পাছ বিক্রমহাটী পূর্ব পাশে পদ্মা নীড় বিলাস বহুল ভবন। যা রীতিমতো অবাক করে! প্রথমে জাপান পাড়ি জমালেও ভাগ্যে ও কর্মে সফলতা জোটেনি , ফেরত আসতে বাধ্য হয়। তেমন আর্থিক লাভবান না হলেও অবশেষে মাদক সিন্ডিকেটে জড়িতের প্রমাণ মেলে বিভিন্ন সময়ে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিণীর হাতে গ্রেফতারের মধ্য দিয়ে।
সুত্র জানায়, দিনাজপুর থানা পুলিশ তার নিজস্ব hino বাস বিশেষ আকৃতির টুলবক্সের রাখা মাদকসহ, যাতে ফেনসিডিল ছিল প্রায় ৫হাজার বোতল জব্দ করে। এমনকি ওই সময়ে গ্রেফতার হয়ে হাজত বাস করে।
এছাড়াও, ইতিপূর্বে Rapid action batalian cpc-3 তাকে শহরতলির রাবনা বাইপাস থেকে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিলাস বহুল পদ্মা নীড় উৎস কোথায়? জানতে
চাওয়া হলে দীপক সরকার পীযুষ জানান, আমার আয়ের উৎস আপনাকে বলব কেন? আমার আইনজীবির কাছ থেকে জেনে নেন।
hino বাস টুলবক্সে ফেনসিডিল ৫হাজার বোতল ধারণ করা যেতো। এই বিশেষ আকৃতিতে তৈরি করা হয়েছিল।
আটক এর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি পীযূষ সরকার দীপক বলেন, কি বাজে কথা বার্তা।
পুলিশের বিশ্বস্ত একটি সুত্র জানায়, ইতিপূর্বে তাকে আটক করা হয়েছিল।
স্থানীয়রা জানান, পীযুষ এর এত অর্থ হলো কিভাবে? এত পাম্প আর দামী ভবণ কম টাকায় ত আর হয়নি।