
উত্তোলিত বালু-মাটি যাচ্ছে প্রভাবশালী কোম্পানিগুলোর জায়গা ভরাট কাজে
নিজস্ব প্রতিবেদক: বাসাইল পৌরসভার কাউন্সিলর শাহালম ভেবল নিয়ন্ত্রণ করছে আদাজান উত্তর পাড়া
ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির কাজ বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, দীর্ঘ ১মাস যাবত উত্তোলিত মাটি জাহাজ যোগে মোটা অংকের টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিবেশী ইউনিয়নও সদর উপজেলার ২টি প্রভাবশালী কোম্পানির প্রজেক্টের জায়গা ভরাট কাজে।
আদাজান গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী ব্যক্তির অভিযোগ, এখানকার আয়নালের ছেলে ও শাহালম মেম্বার এর ছেলে শাওন এসে প্রতিদিন টাকা নিয়ে যায়।
কয়দিন আগে এসিল্যান্ড আসছিল, তিনি চলে যাওয়ার পর থেকে আবার শুরু হয়েছে বালু উত্তোলন।
তাদের অভিযোগ, আমাদের আবাদী জমি বিলীন হলেও প্রশাসন সঠিক কাজ করছেনা। আমরা নিরুপায়।
তবে বালু উত্তোলন ও বিক্রির হোতা কাউন্সিলর শাহালমের মুঠোফোনে জানতে চাওয়া হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি তার ছেলের কাছে বিষয়টি জানবেন বলে উত্তর দেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।