

নিজস্ব প্রতিবেদক: মধুপুর বোকারবাইদ কাজী ফার্ম কম্পোস্ট সার উৎপাদনে দুর্গন্ধ, মাছির উপদ্রব ও মারাত্নক রোগ ব্যাধিতে পরিবেশ বিপর্যয় ঘটছে, ভুক্তভোগীরা বিপাকে, উপজেলা প্রশাসনকে জানিয়েও মিলছে না প্রতিকার,
দূর্গন্ধের বিষয়ে প্রতিকার চেয়ে জানতে চাওয়া হলে কাজী ফার্মের ম্যানেজার এখানে নাই বলে কর্তব্যরত গার্ড জানান। ভুক্তভোগীদের মন্তব্য-
দীর্ঘ দিন যাত কাজী ফার্ম বোকারবাইদে সাইনবোর্ডবিহীণ, অনুমোদনবিহীণ, পঁচাডিম, মরা মুরগি, দূর্গন্ধযুক্ত পঁচা নোংরা অবস্থায় সার উৎপাদন করছে, আমরা এতে বসবাস করতে
পারছি না। আমরা রোগে আক্রান্ত হচ্ছি। তাদেরকে বারবার জানিয়ে কোনো কাজ হয়নি।
অবশেষে উপজেলা নির্বাহী মধুপুর বরাবর অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
স্থানীয়দের ব্যাপারে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ‘দীর্ঘ দিন যাবতই বোকারবাইদবাসী কাজী ফার্ম দ্বারা নির্যাতিত পরিবেশ দূষণের মাধ্যমে। তারা কারও কথা শুনতে চায় না।’
এ ব্যাপারে তারা পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের হস্তক্ষেপ কামনা করেছেন।