সংবাদ প্রকাশ করায় বেপরোয়া হয়ে উঠেছে হলুদ সংবাদদাতা  সাইফুল ইসলাম রানা

হলুদ সাংবাদিকতায় সয়লাব সাইফুল ইসলাম ওরফে রানা

টাঙ্গাইলে সাইফুল ইসলাম রানা ভূয়া তথ্য দিয়ে ও টাকার বিনিময়ে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার পরিচয় পত্র হাতিয়ে নেয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: আদি টাঙ্গাইলের  মো: গোলাম আকবরের পুত্র সাইফুল ইসলাম দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকায় অফিসে পাঠানো জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা এস,এস,সি ও এইচ,

এস,সি পাশ উল্লেখ করে ভূল তথ্য দিয়ে টাকার বিনিময়ে সাংবাদিকতার পরিচয় পত্র কার্ড বহণ

করার অভিযোগ উঠেছে।

এছাড়া, ইতিপূর্বে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে ৪হাজার টাকা নেয়ার বিনিময়ে ভূয়া সংবাদ প্রচারের ব্যাপারে

বেপরোয়া হয়ে বিভিন্ন সাংবাদিকদের মুঠোফোনে হুমকি দেয়ার সত্যতা মিলেছে। 

তাছাড়া,  খোঁজ নিয়ে জানা গেছে, তিনি টাঙ্গাইল জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস,এস,সি পাশ করেনি। সেখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচ, এস, সি পাশও উল্লেখ করেছেন ওই পত্রিকায় কর্তৃপক্ষকে পাঠানো সিভিতে।

যেখানে গণমাধ্যম রাস্ট্রের চুতর্থ স্তম্ভ। সেখানে এসব সনদ জালিয়াত প্রদর্শনী পত্রিকার জন্য যেমন লজ্জাজনক, তেমনি সমাজ এসব অপসাংবাদিকদের শিকার হলে তা মোটেই সমীচীন নয় বলে সুশীল সমাজ মনে করেন।

সুত্র জানায়, সাইফুল ইসলাম ওরফে রানা নিজেকে থানাপাড়ার অধিবাসী হিসাবে পরিচয় বহণ করে,  অথচ তাঁর পাশের প্রতিবেশীরা জানান, তার বাড়ি আদি টাঙ্গাইল, তার পিতার নাম- গোলাম আকবর, মাতার নাম- আছিয়া।

বাসাইলের ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়া রাজ্জাক দারোগা (অবসর) এর ভাতিজিকে বিয়ে করেছে, বউকে মাঝে মাঝে

মারপিট করে, এ নিয়ে একাধিকবার বিচার-সালিশও হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এছাড়া, রানা মাত্র ৫ম শ্রেণি পর্যন্ত পড়া-শুনা করেছে। এহন সাজছে নাকি সাংবাদিক বলেও

ওইসব তার প্রতিবেশী ব্যক্তিরা মন্তব্য করেন।

ময়থা কমলাপাড়ার একাধিক ড্রেজার ব্যবসায়ী জানান, ‘রানা আমাগো কাছে মাঝে মাঝে আইয়ে ৫’শ/১হাজার করে টাকা নেয়, কারণ আমরা ড্রেজার দিয়ে বালু উঠাই।’

তবে বিষয়গুলো জানতে চেয়ে সাইফুল ইসলাম রানাকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৈনিক বিশ্বমানচিত্রের অফিসসুত্র জানায়, আমরা সাইফুল ইসলাম রানার বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

একটি সুত্র জানায়, সাইফুল ইসলাম রানা ভুল তথ্য দিয়ে টাকার বিনিময়ে ওই পত্রিকার কার্ড পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *